Jhargram Weather Forecast: ভোরে কাঁপুনি, দুপুরে ঘাম! ঝাড়গ্রামে আবহাওয়ার আজব খেল! কী বলছে হাওয়া অফিস
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Jhargram Weather Forecast: সকাল সন্ধে ঝাড়গ্রামে এখনও ঠান্ডার দাপট ভালভাবেই টের পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রার পারদ কম থাকার কারণে ঠান্ডা অনুভূত হচ্ছে ভালভাবেই। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম।
advertisement
1/5

সকাল সন্ধে ঝাড়গ্রামে এখনও ঠান্ডার দাপট ভালভাবেই টের পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রার পারদ কম থাকার কারণে ঠান্ডা অনুভূত হচ্ছে ভালভাবেই। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম। মূলত সর্বোচ্চ তাপমাত্রার পারদ বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার কারণেই এমন পরিস্থিতি।
advertisement
2/5
শনিবার ঝাড়গ্রামে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ ভালভাবেই গরম টের পাওয়া যাচ্ছে। এছাড়াও এদিন সেই ভাবে কুয়াশার দেখা মেলেনি। এমন পরিস্থিতিতে আবহাওয়া সংক্রান্ত লেটেস্ট আপডেট দিল আবহাওয়া দফতর।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা আগামী কয়েক দিনে বাড়বে ঝাড়গ্রামে। সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বৃদ্ধি পাবে সর্বনিম্ন তাপমাত্রাও। স্বাভাবিকভাবেই হয়তো আর কনকনে শীতের অনুভূতি মিলবে না জঙ্গলমহলের অরণ্যসুন্দরীতে বলেই আশঙ্কা করা হচ্ছে।
advertisement
5/5
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার পর্যন্ত ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় কুয়াশার দেখা মিলতে পারে এবং সেই কুয়াশার কারণে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটার থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানানো হয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Jhargram Weather Forecast: ভোরে কাঁপুনি, দুপুরে ঘাম! ঝাড়গ্রামে আবহাওয়ার আজব খেল! কী বলছে হাওয়া অফিস