TRENDING:

Indian Railways: খুশির হাওয়া আলিপুরদুয়ারে! একাধিক ট্রেনের স্টপেজ পেল কালচিনি-হ্যামিল্টনগঞ্জ, সহজেই হবে শিলিগুড়ি যাতায়াত

Last Updated:
Indian Railways: কালচিনি ব্লকের ব্যস্ততম জনপদ কালচিনি ও হ্যামিল্টনগঞ্জ এলাকা। এই দু'টি এলাকা ব্যবসার দিক থেকেও এগিয়ে। ব্যবসায়ীদের বরাবর দাবি ছিল দু'টি এলাকার রেল স্টেশনে দেওয়া হোক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ।
advertisement
1/5
খুশির হাওয়া আলিপুরদুয়ারে! একাধিক ট্রেনের স্টপেজ পেল কালচিনি-হ্যামিল্টনগঞ্জ
বহুদিনের দাবি মিটল কালচিনি ও হ্যামিল্টনগঞ্জ এলাকার মানুষদের। হ্যামিল্টনগঞ্জ রেল স্টেশন পেল একটি প্যাসেঞ্জার ট্রেন এবং কালচিনি রেল স্টেশন পেল একটি প্যাসেঞ্জার ও একটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ। শিলিগুড়ি পর্যন্ত যাতায়াত ব্যবস্থা গতি পাবে বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
এই খুশির খবর সকলকে নিজের সোশ্যাল মাধ্যমে জানিয়েছেন কালচিনির বিধায়ক বিশাল লামা। কালচিনি ব্লকের ব্যস্ততম জনপদ কালচিনি ও হ্যামিল্টনগঞ্জ এলাকা। এই দু'টি এলাকা ব্যবসার দিক থেকেও এগিয়ে। ব্যবসায়ীদের বরাবর দাবি ছিল দু'টি এলাকার রেল স্টেশনে দেওয়া হোক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ।
advertisement
3/5
এই দাবি পূরণ হয়েছে তাদের। হ্যামিল্টনগঞ্জ রেলস্টেশন পেল শিলিগুড়ি বামন হাট প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ। অন্যদিকে কালচিনি রেলস্টেশন পেল শিলিগুড়ি বামনহাট প্যাসেঞ্জার এবং নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এক্সপ্রেস স্টপেজ। এই নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ রয়েছে বিন্নাগুড়িতেও। পর্যটনের ক্ষেত্রে আলাদা মাত্রা পাবে কালচিনি ও বিন্নাগুড়ি বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।
advertisement
4/5
বিন্নাগুড়ি রেল স্টেশনে দাঁড়াবে শিলিগুড়ি ধুবড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। যার ফলে অসম যাওয়ার সমস্যা দূর হল বিন্নাগুড়ি এলাকার মানুষের। প্রতিবেশী রাজ্য অসম যেতে আর দলগাঁও রেল স্টেশনে আসতে হবে না তাদের।
advertisement
5/5
কালচিনির বিধায়ক বিশাল লামা জানিয়েছেন, "কোভিডের পর থেকে এই সমস্যা দেখা যাচ্ছিল। কালচিনি এবং হ্যামিল্টনগঞ্জবাসীদের সমস্যার কথা আলিপুরদুয়ারের সাংসদের মাধ্যমে রেলমন্ত্রীর কাছে জানানো হয়েছিল। সমাধান পেয়ে আমরা সকলেই খুশি।" (ছবি ও তথ্য: অনন্যা দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railways: খুশির হাওয়া আলিপুরদুয়ারে! একাধিক ট্রেনের স্টপেজ পেল কালচিনি-হ্যামিল্টনগঞ্জ, সহজেই হবে শিলিগুড়ি যাতায়াত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল