বিনা টিকিটের যাত্রী ধরতে তুমুল ধরপাকড়...! TTE-দের হাতে পূর্ব রেলের ডানকুনি স্টেশনে ধরা পড়ল ৫১৮টি মামলা, নেওয়া হল 'ফাইন'!
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Tias Banerjee
Last Updated:
Indian Railways: ডানকুনি স্টেশনে বিশেষ ক্যাম্প কোর্ট পরিচালিত করল পূর্ব রেল। পূর্ব রেলের হাওড়া ডিভিশন টিকিটিং সিস্টেম জোরদার করতে এবং রেলের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে ডানকুনি রেল স্টেশনে একটি বিশেষ ক্যাম্প কোর্ট পরিচালনা করে পূর্ব রেল।
advertisement
1/7

ডানকুনি স্টেশনে বিশেষ ক্যাম্প কোর্ট পরিচালিত করল পূর্ব রেল। পূর্ব রেলের হাওড়া ডিভিশন টিকিটিং সিস্টেম জোরদার করতে এবং রেলের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে ডানকুনি রেল স্টেশনে একটি বিশেষ ক্যাম্প কোর্ট পরিচালনা করে পূর্ব রেল।
advertisement
2/7
এই ক্যাম্প কোর্টটি রেল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হয় এবং এর লক্ষ্য ছিল টিকিটিং সংক্রান্ত অনিয়ম দমন করা ও যাত্রীদের মধ্যে সুশৃঙ্খল আচরণ উৎসাহিত করা।
advertisement
3/7
২৬ জন টিকিট পরীক্ষক (টিটিই), ১৯ জন রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) সদস্য এবং ১ জন সরকারি রেল পুলিশ বাহিনীর (জিআরপিএফ) সদস্যের মধ্যে যৌথভাবে দল পরিচালিত হয়েছে এই অভিযানটি।
advertisement
4/7
ক্যাম্প কোর্টে চেকিং চলাকালীন, টিকিট এবং ভ্রমণ সংক্রান্ত মোট ৫১৮টি অনিয়মের ঘটনা শনাক্ত করা হয়। এর মধ্যে ছিল ২৫৮টি টিকিটবিহীন ভ্রমণের ঘটনা, ৬৪টি টিকিট ছাড়া মালপত্র বহনের ঘটনা, ১৩টি আবর্জনা ফেলার ঘটনা এবং রেল আইনের ধারা ১৫৫ (১)(এ) ও (বি), ১৪৫, ১৪৪(এ), ১৫৯, এবং ১৬২ এর অধীনে ১৫২টি ঘটনার নিদর্শন পাওয়া গিয়েছে।
advertisement
5/7
শনাক্তকৃত সকল অপরাধীকে রেলের নিয়ম অনুযায়ী জরিমানা করা হয়েছে, যা রেল চত্বরে টিকিটিং শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং আইনানুগ আচরণ বজায় রাখার গুরুত্বকে আরও জোরদার করে।
advertisement
6/7
পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশন যাত্রীদেরকে নির্বিঘ্ন, সুবিধাজনক এবং ঝামেলামুক্ত অনলাইন টিকিটিং এবং একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে একাধিক যাত্রী-বান্ধব রেল পরিষেবা পাওয়ার জন্য RailOne অ্যাপ ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছে।
advertisement
7/7
ইতিমধ্যেই হাওড়া স্টেশনেও এই ধরণের একটা ক্যাম্প পরিচালন করা হয়েছিল। ডিভিশনের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে চলছে বিশেষ নজরদারি। রেল আধিকারিকদের বক্তব্য, বিনা টিকিটে যাতায়াত নিয়ন্ত্রণ করাই প্রধান উদ্দেশ্যে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
বিনা টিকিটের যাত্রী ধরতে তুমুল ধরপাকড়...! TTE-দের হাতে পূর্ব রেলের ডানকুনি স্টেশনে ধরা পড়ল ৫১৮টি মামলা, নেওয়া হল 'ফাইন'!