IMD Bengal Weather Update: শীত বিদায়ের সাইরেন, গরমের আগমন—দক্ষিণবঙ্গে বদলাচ্ছে আবহাওয়ার মুড
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
IMD Bengal Weather Update: আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে প্রায় ১৩.১ ডিগ্রিতে। সকালে হালকা শীতের অনুভূতি থাকলেও বেলা বাড়তেই রোদ ঝলমলে আবহাওয়ায় গরমের আভাস মিলছে।
advertisement
1/6

জেলায় ধীরে ধীরে শীতের আমেজ কমে উষ্ণতার দিকেই এগোচ্ছে আবহাওয়া। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে প্রায় ১৩.১ ডিগ্রিতে। সকালে হালকা শীতের অনুভূতি থাকলেও বেলা বাড়তেই রোদ ঝলমলে আবহাওয়ায় গরমের আভাস মিলছে। আর্দ্রতার পরিমাণ প্রায় ৭৯ শতাংশ থাকায় সকালের দিকে হালকা স্যাঁতসেঁতে ভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে জেলায় কোথাও বৃষ্টির কোনও রেকর্ড নেই।
advertisement
2/6
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও প্রায় একই রকম আবহাওয়া বিরাজ করছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা ২৬ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। রাতে তাপমাত্রা কিছুটা কমে ১৪ থেকে ১৬ ডিগ্রির কাছাকাছি থাকায় ভোর ও সকালে হালকা শীত অনুভূত হচ্ছে। আকাশ মূলত পরিষ্কার থাকছে।
advertisement
3/6
উপকূলবর্তী এলাকাগুলিতে, বিশেষ করে দিঘা ও ডায়মন্ড হারবার অঞ্চলে বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনামূলক বেশি। এর ফলে সকালে কুয়াশা বা হালকা ধোঁয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। সমুদ্র তীরবর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ থেকে ২৯ ডিগ্রির মধ্যে থাকছে।
advertisement
4/6
পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও হাওড়া-হুগলি অঞ্চলেও দিনের বেলায় উষ্ণতা বাড়ছে। চাষিরা জানাচ্ছেন, বৃষ্টির অভাব থাকায় মাঠের কাজ স্বাভাবিকভাবেই চলছে। তবে সকালের শিশির এখনও কিছুটা শীতের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।
advertisement
5/6
নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের মতো জেলাগুলিতে রাতের তাপমাত্রা কিছুটা কম থাকলেও দিনের বেলায় রোদে গরম অনুভূত হচ্ছে। এই এলাকাগুলিতেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া দফতর।
advertisement
6/6
সব মিলিয়ে দক্ষিণবঙ্গ জুড়ে শীত বিদায়ের পথে। আগামী কয়েক দিনে তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়তে পারে বলেই পূর্বাভাস। পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়ার জেরে দক্ষিণবঙ্গের মানুষকে এখন গরমের জন্য ধীরে ধীরে প্রস্তুত হতে শুরু করতে হচ্ছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Bengal Weather Update: শীত বিদায়ের সাইরেন, গরমের আগমন—দক্ষিণবঙ্গে বদলাচ্ছে আবহাওয়ার মুড