IMD Bengal Weather Update: শীতের হালকা ছোঁয়া, রোদের দাপট! দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়ায় স্বস্তির দিন
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
IMD Bengal Weather Update: বৃহস্পতিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৯° সেলসিয়াস এবং আগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০° সেলসিয়াস। সকাল ৮:৩০-এ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত হয়নি।
advertisement
1/6

বাঁকুড়ায় শীতের সকালে মনোরম আবহাওয়া বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৯° সেলসিয়াস এবং আগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০° সেলসিয়াস। সকাল ৮:৩০-এ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত হয়নি। হালকা শীত ও রোদেলা আবহাওয়ার কারণে সকাল-সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় স্বস্তিদায়ক উষ্ণতা অনুভূত হচ্ছে।
advertisement
2/6
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও প্রায় একই রকম আবহাওয়ার চিত্র দেখা যাচ্ছে। আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮°, সর্বনিম্ন ১৬.৮°; দমদমে ২৭.৬°/১৫.২° এবং শ্রীনিকেতনে ২৬.৮°/১৫.০°। কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি, ফলে শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে।
advertisement
3/6
উপকূল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও তাপমাত্রা তুলনামূলকভাবে উষ্ণ। দিঘায় সর্বোচ্চ ২৮.৫°, সর্বনিম্ন ১৫.৮° এবং ক্যানিংয়ে ২৮.০°/১৪.০° রেকর্ড হয়েছে। ডায়মন্ড হারবারে আর্দ্রতা ছিল ৯০ শতাংশ, যা উপকূলীয় এলাকায় হালকা ভ্যাপসা ভাব তৈরি করছে।
advertisement
4/6
পশ্চিম ও শিল্পাঞ্চলগুলিতেও দিনের তাপমাত্রা প্রায় ২৮–২৯ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। দুর্গাপুর সংলগ্ন বর্ধমানে ২৯.২°/১৪.০°, আসানসোলে ২৮.৬°/১৫.০° এবং পানাগড়ে ২৬.৮°/১৪.৫° রেকর্ড হয়েছে। বাতাসে শুষ্কতার কারণে সকাল-সন্ধ্যায় ঠান্ডা অনুভূত হচ্ছে।
advertisement
5/6
দক্ষিণ-পূর্ব দিকের জেলাগুলিতেও শীতের হালকা প্রভাব রয়েছে। কাঁথিতে ২৭.০°/১৬.৫°, হলদিয়ায় ২৮.৭°/১৭.০° এবং ক্যাল্যাণীতে ২৮.২°/১২.৫° তাপমাত্রা নথিভুক্ত হয়েছে। সব জায়গাতেই গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত শূন্য।
advertisement
6/6
সব মিলিয়ে দক্ষিণবঙ্গ জুড়েই শুষ্ক, রোদেলা ও শীতল সকাল—উষ্ণ দুপুরের আবহাওয়া বজায় আছে। আগামী কয়েক দিনেও বড় কোনো আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে। শীতের শেষ প্রান্তে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গ ধীরে ধীরে বসন্তের দিকে এগোচ্ছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Bengal Weather Update: শীতের হালকা ছোঁয়া, রোদের দাপট! দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়ায় স্বস্তির দিন