Birbhum News: স্কুলে যাওয়ার নাম করে বেরিয়ে পৌঁছে গেল দিঘা... চতুর্থ শ্রেণির ছাত্রের কাণ্ডে চমকে উঠছে পুলিশ
- Reported by:Sudipta Garain
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
দিঘায় সমুদ্রস্নান করে আনন্দ করলেও পরে ভয় পেয়ে যায় দু'ই নাবালক। এর মধ্যেই বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তাদের অবস্থান চিহ্নিত করে পুলিশ। দিঘা থানার সঙ্গে যোগাযোগ করে ছবি পাঠানো হলে সোমবার সমুদ্র সৈকত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
advertisement
1/5

বাড়ির পাশে খেলতে বেরিয়ে নিখোঁজ দুই নাবালক। শনিবার থেকে তাদের কোনও খোঁজ না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। বহু খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত সদাইপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন দু'ই পরিবারের সদস্যেরা।
advertisement
2/5
পুলিশি তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, দু'জনেই স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল। কয়েক দিন ধরেই তারা দিঘা যাওয়ার ইচ্ছে প্রকাশ করছিল। চতুর্থ শ্রেণির ছাত্রের জমানো পয়সাতেই যাত্রার খরচ জোগাড় করে নেয় তারা।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে সদাইপুর থেকে বাসে সিউড়ি আসে দু'ই খুদে। সেখান থেকে কলকাতাগামী সরকারি বাস ধরে পৌঁছয় ধর্মতলায়। পরে হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপে তারা দিঘা পৌঁছয়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
দিঘায় সমুদ্রস্নান করে আনন্দ করলেও পরে ভয় পেয়ে যায় দু'ই নাবালক। এর মধ্যেই বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তাদের অবস্থান চিহ্নিত করে পুলিশ। দিঘা থানার সঙ্গে যোগাযোগ করে ছবি পাঠানো হলে সোমবার সমুদ্র সৈকত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
মঙ্গলবার সিউড়িতে এনে আদালতে পেশ করা হয় দু'ই নাবালককে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সন্তানদের ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাবা মায়েরা এবং ছেলেদের খুঁজে দেওয়ার জন্য পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Birbhum News: স্কুলে যাওয়ার নাম করে বেরিয়ে পৌঁছে গেল দিঘা... চতুর্থ শ্রেণির ছাত্রের কাণ্ডে চমকে উঠছে পুলিশ