Alipurduar News: কুয়াশায় পথ ভুলে চা বাগানে হাতির দল! ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক, ভয়ে কাঁটা শ্রমিকরা
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Alipurduar News: হাতির দল বাগানের ভিতর ঘোরাঘুরি করতে থাকায় যেকোনও মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। চা বাগানের বিভিন্ন সেকশনে হাতিগুলি ঘুরছে।
advertisement
1/5

ঘন কুয়াশায় ঢেকে রয়েছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকা। এরই মাঝে চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছে তিনটি হাতি। কাজকর্ম সব বন্ধ রেখে বাগান থেকে বেরিয়ে এসেছেন বাগান শ্রমিকরা। এই ঘটনায় পাটকাপাড়া চা বাগানে রীতিমতো আতঙ্ক ছড়াল। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
2/5
এদিন সকাল সাতটায় বাগানে ঢুকে হাতিগুলিকে ঘুরে বেড়াতে দেখেন শ্রমিকরা। নিকটবর্তী জঙ্গল থেকে বেরিয়ে এসে চা বাগানে তিনটি হাতি ঢুকে পড়েছেন বলে জানা যায়। সাতসকালে হাতির দল দেখতে পেয়ে ভয়ে ছুটোছুটি শুরু করেন বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।
advertisement
3/5
হাতির দল বাগানের ভিতর ঘোরাঘুরি করতে থাকায় যেকোনও মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। চা বাগানের বিভিন্ন সেকশনে হাতিগুলি ঘুরছে। এই দেখে বন দফতরে খবর দেওয়া হয়।
advertisement
4/5
খবর পেয়ে বক্সা টাইগার রিজার্ভের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ইতিমধ্যেই তাঁরা এলাকায় মাইকিং শুরু করেছেন। সাধারণ মানুষকে হাতির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে।
advertisement
5/5
হাতির দলটিকে নিরাপদে জঙ্গলমুখী করার চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা। তাঁদের অনুমান, ঘন কুয়াশায় পথ ভুলে হাতিগুলি চা বাগানে ঢুকেছে। বেরিয়ে যাওয়ার পথ খুঁজে না পেয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করেছে গজরাজেরা। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: কুয়াশায় পথ ভুলে চা বাগানে হাতির দল! ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক, ভয়ে কাঁটা শ্রমিকরা