Nipah Virus: নিপা আতঙ্কে কড়া সতর্কতা আলিপুর চিড়িয়াখানায়, নেওয়া হচ্ছে পর্যাপ্ত ব্যবস্থা
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Nipah Virus: নিপা আতঙ্কে সতর্ক আলিপুর চিড়িয়াখানা, নেওয়া হচ্ছে পর্যাপ্ত ব্যবস্থা।রাজ্যে নিপা ভাইরাস সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় আলিপুর চিড়িয়াখানা জুড়ে কড়া সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ আতঙ্কের কোনও কারণ নেই বলেই জানিয়েছে।
advertisement
1/6

আলিপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: নিপা আতঙ্কে সতর্ক আলিপুর চিড়িয়াখানা, নেওয়া হচ্ছে পর্যাপ্ত ব্যবস্থা। রাজ্যে নিপা ভাইরাস সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় আলিপুর চিড়িয়াখানা জুড়ে কড়া সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ আতঙ্কের কোনও কারণ নেই বলেই জানিয়েছে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/6
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, চিড়িয়াখানার ভিতরে ও বাইরে থাকা সমস্ত পশুর খাঁচা দিনে দু’বার করে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হচ্ছে। এই কাজে হাইপোক্লোরাইট-সহ ভাইরাস নাশক রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। দর্শনার্থীদের চলাচলের সমস্ত এলাকা, রাস্তা, ফুটপাত, বসার জায়গা প্রতিদিন সন্ধ্যায় স্যানিটাইজ করা হচ্ছে।
advertisement
3/6
নিপা ভাইরাসের সম্ভাব্য বাহক হিসেবে বাদুড় নিয়ে মানুষের উদ্বেগের প্রসঙ্গে জানানো হয়েছে। চিড়িয়াখানায় বাদুড় রাখার জন্য কোনও খাঁচা নেই। এখানে থাকা বাদুড়রা সম্পূর্ণ স্বাধীনভাবে বসবাস করে এবং গাছে আশ্রয় নেয়। এই বাদুড়দের কোনও খাবার চিড়িয়াখানা থেকে দেওয়া হয় না।
advertisement
4/6
এখানে দেখা যাওয়া বাদুড়গুলি মূলত ফলখেকো বাদুড় বা 'ইন্ডিয়ান ফ্লাইং ফক্স'। তাদের সংখ্যা নিয়ে কোনও আনুষ্ঠানিক গণনা কখনও করা হয়নি।গাছের নীচে বাদুড়ের বিষ্ঠা পাওয়া গেলেও সেগুলি নিয়মিত পরিষ্কার করা হয়।
advertisement
5/6
নিপা ভাইরাস সাধারণত বাদুড় কোনও ফল চেটে বা কামড়ে দিলে সেই ফল মানুষ খেলে সংক্রমণ ছড়ায়, শুধুমাত্র বিষ্ঠা থেকেই সংক্রমণের ঝুঁকি কম। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চিড়িয়াখানার কর্মীদের জন্য কড়া নির্দেশ জারি করা হয়েছে।
advertisement
6/6
পশুর খাঁচায় প্রবেশকারী সকল কর্মীকে মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং খাঁচায় ঢোকার আগে ও বেরোনোর পরে জীবাণুনাশক জলে পা ডোবানো (ফুটবাথ) বাধ্যতামূলক করা হয়েছে। নিপা নিয়ে খুবই সতর্ক প্রশাসন। ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Nipah Virus: নিপা আতঙ্কে কড়া সতর্কতা আলিপুর চিড়িয়াখানায়, নেওয়া হচ্ছে পর্যাপ্ত ব্যবস্থা