TRENDING:

AI Cute Saraswati Idol: কিশোররা মনের ভাবনা ফুটিয়ে তুলল এআই কিউট সরস্বতীর মাধ্যমে, সাধুবাদ জানাল বড়রা

Last Updated:
Saraswati Puja 2026: এই প্রতিমার ভাবনা এসেছে স্থানীয় কিশোরদের মাথা থেকেই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ধারণাকে সামনে রেখে তারা সরস্বতী প্রতিমার নকশা তৈরি করে। এরপর নিজেদের উদ্যোগেই প্রতিমা তৈরির বরাত দেওয়া হয়, যা তাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের পরিচয় বহন করে।
advertisement
1/6
কিশোররা মনের ভাবনা ফুটিয়ে তুলল এআই কিউট সরস্বতীর মাধ্যমে, সাধুবাদ জানাল বড়রা
বসিরহাটের জেলখানা মোড় সংলগ্ন এলাকায় এবছর এক অন্যরকম সরস্বতী প্রতিমা সকলের দৃষ্টি কেড়েছে। কিশোরদের মনের ভাবনা ও কল্পনার মিশেলে তৈরি হয়েছে এক কিউট এআই সরস্বতী, যা আধুনিক চিন্তাভাবনা ও প্রযুক্তির সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধনের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।
advertisement
2/6
এই প্রতিমার ভাবনা এসেছে স্থানীয় কিশোরদের মাথা থেকেই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ধারণাকে সামনে রেখে তারা সরস্বতী প্রতিমার নকশা তৈরি করে। এরপর নিজেদের উদ্যোগেই প্রতিমা তৈরির বরাত দেওয়া হয়, যা তাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের পরিচয় বহন করে।
advertisement
3/6
কিশোরদের এই অভিনব উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন এলাকার বড়রাও। আর্থিক ও সাংগঠনিক সহযোগিতার মাধ্যমে তাঁরা কিশোরদের উৎসাহ দিয়েছেন। ছোটদের ভাবনাকে সম্মান জানিয়ে বড়দের এই সহযোগিতা যেন প্রজন্মের মধ্যে এক সুন্দর সেতুবন্ধন গড়ে তুলেছে।
advertisement
4/6
এই উদ্যোগে অংশ নেওয়া কিশোরদের মধ্যে কেউ সপ্তম শ্রেণীর ছাত্র, কেউ অষ্টম আবার কেউ নবম শ্রেণীতে পড়াশোনা করছে। অল্প বয়স হলেও তাদের চিন্তাধারায় রয়েছে আধুনিকতা ও বাস্তববোধ, যা এই প্রতিমার মধ্য দিয়েই ফুটে উঠেছে।
advertisement
5/6
রাজ রূপ অধিকারী ও নিলয় অধিকারীর মত কিশোর উদ্যোগে এই পুজো সুসজ্জিত রূপ পেয়েছে। নানান রঙ, আলোর ব্যবহার এবং কিউট আদলের সাজে সরস্বতী প্রতিমাটি আলাদা মাত্রা যোগ করেছে এই পুজোয়।
advertisement
6/6
কিশোরদের তৈরি এই কিউট এআই সরস্বতী দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এবং বলছেন— ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরেই সংস্কৃতি ও প্রযুক্তি একসঙ্গে এগিয়ে যাবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
AI Cute Saraswati Idol: কিশোররা মনের ভাবনা ফুটিয়ে তুলল এআই কিউট সরস্বতীর মাধ্যমে, সাধুবাদ জানাল বড়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল