TRENDING:

'কী ঔদ্ধত্য, মাটিতে পা পড়ত না...!' নিশীথকে নিশানা করেই কোচবিহারে 'আবর্জনা' সাফ করার ডাক অভিষেকের

Last Updated:
Abhishek Banerjee Rally: নিশীথ প্রামাণিকের প্রসঙ্গ তুলে অভিষেকের মন্তব্য, "কোচবিহারের মানুষকে ধন্যবাদ, তাঁরা আবর্জনা বিদায় করেছেন। এবার ভোটে আবর্জনা সাফ করার লড়াই। রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ বার মুখ্যমন্ত্রী হবেন তিনি।"
advertisement
1/9
'কী ঔদ্ধত্য, মাটিতে পা পড়ত না!' নিশীথকে নিশানা করে কোচবিহারে 'আবর্জনা' সাফের ডাক অভিষেকের
বিধানসভা ভোটের প্রাক নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের 'রণ সংকল্প যাত্রা' উপলক্ষে উত্তরবঙ্গে জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের সভা থেকে এবার বিজেপিকে ফের একহাত নিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। অভিষেক বলেন, "আমরা আবার দিল্লি যাব। আজ যে লোক দেখছেন তার এক তৃতীয়াংশ লোক গেলে ওরা বুঝে যাবে। ওদের ঘুম উড়ে যাবে।"
advertisement
2/9
নিশীথ প্রামাণিকের প্রসঙ্গ তুলে অভিষেকের মন্তব্য, "কোচবিহারের মানুষকে ধন্যবাদ, তাঁরা আবর্জনা বিদায় করেছেন। এবার ভোটে আবর্জনা সাফ করার লড়াই। রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ বার মুখ্যমন্ত্রী হবেন তিনি।"
advertisement
3/9
অভিষেক আরও বলেন, "আজ এই রাস্তায় আসতে আসতে মনে হচ্ছিল কলকাতা থেকে ডায়মন্ড হারবার বা ফলতা যাচ্ছি। এখানে যারা এসেছে তারা সিদ্ধান্ত নিয়ে এসেছে নিশীথ প্রামাণিকের মতো ছাইপাশদের সরাবে।"
advertisement
4/9
বিজেপিকে লক্ষ্য করে অভিষেকের চরম কটাক্ষ, "বাংলার মানুষের সঙ্গে পাঙ্গা নেবেন না। পাঙ্গা নিলে চাঙ্গা হয়ে যায়।" গত সপ্তাহে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার অফিসে ইডি তল্লাশি প্রসঙ্গ তুলে এদিন ফের একবার মুখ খোলেন অভিষেক। তাঁর কথায়, "দেখলেন তো, ১০ দিন আগে ইডি পাঠিয়েছিল। তারপর কী হয়েছে।"
advertisement
5/9
অভিষেক আরও বলেন, "আমাদের বাংলাদেশি বলে, তাদের বাংলাদেশ পাঠানোর দায়িত্ব কোচবিহারের। অনন্ত মহারাজকে আমি ধন্যবাদ জানাই। উনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীর সার্টিফিকেট নেই বলছেন। উনি বলছেন এই বিজেপি সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে।"
advertisement
6/9
এরপরেই দিল্লি যাওয়ার ডাক দিয়ে অভিষেকের জোরালো সওয়াল, "একশো দিনের কাজ নিয়ে দিল্লি গিয়েছিলাম মনে আছে তো? আমাদের অধিকারের লড়াই আবার লড়তে যেতে হবে দিল্লিতে। আপনাদের সঙ্গে আমার দূরত্ব আমি ভেঙে দিচ্ছি। আমি কলকাতায় ফিরে আজ নেত্রীকে আশ্বস্ত করে বলব, কোচবিহার সবুজময় হয়ে গিয়েছে।"
advertisement
7/9
তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, "নিশীথ প্রামাণিক প্রাক্তন। বাকিগুলোকেও প্রাক্তন করতে হবে। কী ঔদ্ধত্য মাটিতে পা পড়ত না। পরিযায়ী সাংসদ। দিল্লিতে থাকত। মাঝে একদিন আসত আর চলে যেত। আজকের সভা দেখে ওদের ঘুম উড়ে যাবে।"
advertisement
8/9
বিজেপির বিরুদ্ধে অভিষেকের জোরালো অভিযোগ, "বিজেপি রাজবংশীদের আঘাত দিয়ে কোচবিহারকে বিহারে পরিণত করতে চায়। আর আমরা কোচবিহারকে তার সংস্কৃতি দিয়ে কোচবিহার রাখতে চাই। যে কটা পরিযায়ী পাখি আসে ভোটের সময়, এবার সেগুলোকে জবাব দিতে হবে।"
advertisement
9/9
বিজেপির কার্যত শক্ত ঘাঁটিকে তীব্র চ্যালেঞ্জ করে অভিষেকের পাল্টা প্রশ্ন, "দুই মাস আগে এই সব জেলার বন্যায় কটা বিজেপি নেতা এসে কাজ করেছে? কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। মাত্র দশ দিনের ব্যবধানে দুই বার এসেছেন। যারা কোচবিহারের মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।"
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
'কী ঔদ্ধত্য, মাটিতে পা পড়ত না...!' নিশীথকে নিশানা করেই কোচবিহারে 'আবর্জনা' সাফ করার ডাক অভিষেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল