Abhishek Banerjee: তৃণমূলের স্থানীয় নেতারা বিরূপ আচরণ করছে? কী করবেন! জনতাকে সমাধান জানিয়ে দিলেন অভিষেক
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Abhishek Banerjee: পুরুলিয়াবাসীর উদ্দেশ্যে অভিষেক বলেন, "এখানে অনেক ব্লকে আপনাদের নানা দাবি আছে৷ আমি সব তথ্য সংগ্রহ করে রেখেছি৷''
advertisement
1/5

পুরুলিয়া:আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে রণ সংকল্প যাত্রায় বুধবার পুরুলিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখাকার সভা থেকেই বিরোধীদের একের পর এক আক্রমণের পাশাপাশি ভোটের মুখে একাধিক বড় ঘোষণা করলেন তৃণমূল সাংসদ। অভিষেক জানান, আজ থেকে ১০ দিনের মধ্যে মমতা বন্দোপাধ্যায় সরকার আরও ২০ লক্ষ মানুষকে আবাসের বাড়ি দেবে। এই প্রসঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করে অভিষেকের দাবি, "কেন্দ্র টাকা আটকে রেখেছে আর আমাদের সরকার মানুষের পাশে এসে দাঁড়িয়ে যাবে।"
advertisement
2/5
আর সেখান থেকেই দলের স্থানীয় নেতাদের উদ্দেশ্যেও কড়া বার্তা দেন অভিষেক। উপস্থিত জনতার উদ্দেশ্যে অভিষেক বলেন, ''তৃণমূলের স্থানীয় পদাধিকারী যদি কোনও বিরূপ আচরণ করে, আমাকে জানাবেন এক ডাকে অভিষেকে৷ আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি৷ কিন্তু এর জন্যে আপনারা তৃণমূলের প্রতি বিরূপ হবেন না৷ আপনারা মুখ ফিরিয়ে নেবেন না৷ আপনারা ২০২৬ সালে সরাসরি মমতা বন্দোপাধ্যায়কে ভোট দেবেন।''
advertisement
3/5
পুরুলিয়াবাসীর উদ্দেশ্যে অভিষেক বলেন, "এখানে অনেক ব্লকে আপনাদের নানা দাবি আছে৷ আমি সব তথ্য সংগ্রহ করে রেখেছি৷ পুরুলিয়া ৯-০ হবে আর সেই দাবি ৬ মাসের মধ্যে হয়ে যাবে আমি কথা দিয়ে যাচ্ছি৷ আপনারা ভালোবাসার ঋণে আমাকে জড়িয়েছেন তার জন্য কাজ করব।"
advertisement
4/5
বিরোধী বিজেপি শিবিরকে একহাত নিয়ে অভিষেকের কটাক্ষ, "আজ এখানে এসে সুকান্ত-শুভেন্দু বাবুরা জ্ঞান দিচ্ছেন। তারা জেনে রাখুন, মমতা বন্দোপাধ্যায় না থাকলে মাওবাদী আর বামেদের অত্যাচারে মানুষ এখানে শান্তিতে থাকতো না৷ শান্তি শৃঙ্খলা আছে বলেই রাজ্যে এসে মোদিবাবু আজ বড় বড় কথা বলছেন।"
advertisement
5/5
সুপ্রিম কোর্টে এসআইআর মামলা প্রসঙ্গেও অভিষেক বলেন, ''বাংলার মানুষ জিতেছে। মামলা করেছিল তৃণমূল কংগ্রেস। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে৷ জয় হল বাংলার মানুষের। বিজেপি মিথ্যাবাদীর দল। খালি বড় বড় ভাষণ৷ পুরুলিয়ায় সকলকে এক হয়ে জেতাতে হবে।''
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Abhishek Banerjee: তৃণমূলের স্থানীয় নেতারা বিরূপ আচরণ করছে? কী করবেন! জনতাকে সমাধান জানিয়ে দিলেন অভিষেক