TRENDING:

Abhishek Banerjee: ‘প্রয়োজনে সাংসদরা নিজের পকেটের টাকা খরচ করে..,’ সাংসদ বিধায়কদের কড়া বার্তা অভিষেকের

Last Updated:
আগামীকাল ব্লক স্তরে মিছিল হবে। ন্যাশনাল ভোটার ডে তে মিছিল করতে হবে। জেলা সভাপতিরাও দায়িত্ব নিন। এই মিছিল করানোর জন্য।
advertisement
1/7
‘প্রয়োজনে সাংসদরা নিজের পকেটের টাকা খরচ করে..,’ সাংসদ বিধায়কদের কড়া বার্তা অভিষেকের
কলকাতা: মানুষের আরও কাছাকাছি পৌঁছনোর কৌশল থেকে SIR৷ আসন্ন ভোটের আগে কোন কোন জিনিসে ফোকাস করতে হবে দলের নেতাকর্মীদের৷ গোটা রাজ্যের এক লক্ষ নেতা বিএলএ-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দিলেন একগুচ্ছ নির্দেশ৷
advertisement
2/7
শনিবারের এ ভার্চুয়াল বৈঠকে অভিষেক বলেন, ‘‘আমাদের এই যুদ্ধ ছয় মাসের। তিন মাস শেষ তার মধ্যে। আমাদের হাতে আর ১০০ দিন আছে। SIR এর কাজ বড়জোর এক মাস চলবে। হাতে আর ২২ দিন আছে, ১৬ তারিখ ফাইনাল লিস্ট বেরোবে ধরে নিলে। আমাদের লড়াই করতে হবে জোরদার এই ২২ দিন।’’
advertisement
3/7
এদিন SIR-এর প্রয়োজনে বুথ ভিত্তিক ভোট রক্ষা কমিটি তৈরির নির্দেশ দেন অভিষেক। বলেন, ‘‘(সেখানে) সংগঠনের একজন করে থাকুন। যাঁদের নাম বেরবে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায়। তাঁদের কাছে যান। একটা কেস যেন মিস না যায়। এই এক কোটি ৩৬ লক্ষ লোকের কাছে ও আনম্যাপ ৩২ লক্ষ লোকের কাছে সবাইকে পৌঁছতে হবে। তাদের বাড়ি বাড়ি যান।’’
advertisement
4/7
অভিষেক বলেন, ‘‘এই সব তথ্য দিদির দূত অ্যাপে তুলতে হবে..জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান ও সাংসদরা প্রতি ৫ দিন অন্তর এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে খোঁজ নেবেন।’’
advertisement
5/7
এরপরেই দলের বিধায়ক-সাংসদদের কড়া নির্দেশ দেন অভিষেক৷ বলে, ‘‘দল চেয়েছে তাই এমপি, এমএলএ হয়েছেন। প্রয়োজনে সাংসদরা নিজের পকেটের টাকা খরচ করে ওয়ার রুম চালাতে হবে। আমরা অন্য দলের মত সাংসদদের বেতনের ৫০% টাকা নিইনা দলে। এক কোটি ৬৮ লক্ষ লোকের কাছে আমাদের পৌঁছতে হবেই। হিয়ারিং করিয়ে তাদের নাম যেন ফাইনাল ভোটার লিস্টে বেরোয় এটা নিশ্চিত করতেই হবে।’’
advertisement
6/7
অভিষেক বলেন, ‘‘সাধারণ মানুষের কথা সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। ওদের চক্রান্ত আমরা আটকেছি। বিশেষ করে ফর্ম ৭ নিয়ে। এই একই জিনিষ দিল্লি, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানায় করেছে। ওরা ধরতে পারেনি। আমরা পরিশ্রম করে ধরেছি।’’
advertisement
7/7
আগামীকাল ব্লক স্তরে মিছিল হবে। ন্যাশনাল ভোটার ডে তে মিছিল করতে হবে। জেলা সভাপতিরাও দায়িত্ব নিন। এই মিছিল করানোর জন্য।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Abhishek Banerjee: ‘প্রয়োজনে সাংসদরা নিজের পকেটের টাকা খরচ করে..,’ সাংসদ বিধায়কদের কড়া বার্তা অভিষেকের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল