TRENDING:

West Bardhaman News: পর্যটনের মরশুমে আজই শুরু করে দিন এই ব্যবসা! এই আইডিয়া আপনাকে লাখপতি করবে

Last Updated:
West Bardhaman News: প্রকৃতির কোলে অবসর সময় কাটানোর সুযোগ পাবেন পর্যটকরা। আবার মাছ ধরতে পারবেন।
advertisement
1/6
আপনার মালিকানায় একটি জলাশয় থাকলে এই উপায়ে  হাজার হাজার টাকা
আপনার মালিকানাধীন যদি একটি বড়সড় জলাশয় থাকে, তাহলে আজই শুরু করে দিন এই ব্যবসা। প্রতিদিন বহু মানুষ আসবেন ঘুরতে। লাভ হবে প্রচুর টাকা।
advertisement
2/6
মাছ ধরতে অনেকেই ভালবাসেন। কিন্তু এখন জলাশয়ের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। তাছাড়াও মাছ ধরতে যাওয়ার জন্য অবসর সময়ও সেই অর্থে আর এখন পাওয়া যায় না। এই সুযোগ কাজে লাগিয়ে আপনি দেদার লাভ ঘরে তুলতে পারবেন।
advertisement
3/6
আপনার মালিকানাধীন জলাশয়ে মাছ চাষ করে আপনি শুরু করতে পারেন একটি ফিশিং ক্যাম্প। আশপাশে বেশকিছু টেন্ট সেটআপ রাখতে পারেন। যা বহু মানুষের কাছে একটা অবসর দিন কাটানোর দারুণ জায়গা হয়ে উঠবে।
advertisement
4/6
বিভিন্ন জায়গায় এই ধরনের সেটআপ করে দেওয়া একটি সংস্থার কর্ণধার অভিরাজ দত্ত বলছেন, এখানে এসে প্রকৃতির কোলে অবসর সময় কাটানোর সুযোগ পাবেন পর্যটকরা। আবার মাছ ধরতে পারবেন। তবে সেই মাছ রান্নার ব্যবস্থাও করে রাখতে হবে পর্যটকদের জন্য।
advertisement
5/6
পুকুরের চারপাশে টেন্ট সেটআপ এবং জায়গাটিকে ভালভাবে সাজিয়ে তুলতে পারলে, পর্যটকদের আনাগোনা দিনের পর দিন বাড়বে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে আপনার এই ফিসিং ক্যাম্প জনপ্রিয় হয়ে উঠবে সহজেই।
advertisement
6/6
এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সহ প্রত্যেকদিন ১২০০ থেকে ১৩০০ টাকা মাথাপিছু চার্জ করতে পারেন। এছাড়াও ফিশিং করার জন্য আলাদা একটি ফি ধার্য করতে পারেন। একটু জনপ্রিয় হয়ে উঠলে এই একটি জলাশয় থেকে হাজার হাজার টাকা প্রত্যেক মাসে আপনার ঘরে ঢুকবে।
বাংলা খবর/ছবি/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: পর্যটনের মরশুমে আজই শুরু করে দিন এই ব্যবসা! এই আইডিয়া আপনাকে লাখপতি করবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল