IMD Forecast: Orange Alert : ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি এই ৩ জেলায়, বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
IMD Forecast: Orange Alert : বৈশাখে বিগত কয়েকদিন ধরে লাগাতার হয়ে চলেছে বৃষ্টিপাত
advertisement
1/8

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে হুহু করে। হাতেনাতে ফল পাচ্ছেন রাজ্যের মানুষ। ভরা বৈশাখে বিগত কয়েকদিন ধরে লাগাতার হয়ে চলেছে বৃষ্টিপাত। (প্রতিবেদন-নয়ন ঘোষ)
advertisement
2/8
হালকা থেকে মাঝারি মাপের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। স্বস্তির বৃষ্টি পেয়েছে কলকাতা।
advertisement
3/8
অন্যদিকে বৃষ্টিপাতের জেরে অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এদিন মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় চার ডিগ্রি কম থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নীচে।
advertisement
4/8
একই সঙ্গে বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কয়েকটি জেলার জন্য আলিপুর আবহাওয়া দফতর কমলা সর্তকতা জারি করেছে। তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ।
advertisement
5/8
আবহাওয়া দফতরের জারি করা পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে এলোমেলো হাওয়া চলতে পারে। বুধবারের ক্ষেত্রেও একই সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের জেলাগুলির জন্য।
advertisement
6/8
তবে বুধবার দক্ষিণবঙ্গের তিনটি জেলা, অর্থাৎ পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এই তিনটি জেলায়। এই তিনটি জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
7/8
হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা বেশি রয়েছে। যে কারণে বৃষ্টিপাত হয়ে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। একই সঙ্গে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব।
advertisement
8/8
তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে আবার তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, আগামী বুথ থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার ফলে কয়েকদিন বৃষ্টির জন্য যে স্বস্তি বজায় থাকবে, তা বলার অপেক্ষায় রাখে না।
বাংলা খবর/ছবি/পশ্চিম বর্ধমান/
IMD Forecast: Orange Alert : ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি এই ৩ জেলায়, বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ