TRENDING:

IMD Weather Update: ৪৫-এ পুড়ছে পানাগড়! কলকাতা ৪১...দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহ, বৃষ্টি কবে হবে? জানাল আলিপুর

Last Updated:
এমন অবস্থায় শনি এবং রবিবার কী হবে, তা ভেবে কার্যত মাথা খারাপ হয়ে যাচ্ছে জেলার মানুষের। তাপমাত্রা কি আরও বাড়বে? অস্বস্তি কি আরও বাড়বে? এই প্রশ্ন ঘুরছে মানুষের মনে। আর আবহাওয়া দফতরের ইঙ্গিতও তেমনটাই।
advertisement
1/6
৪৫-এ পুড়ছে পানাগড়! কলকাতা ৪১...দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহ, কবে হবে বৃষ্টি?
তীব্র গরম আর তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। এমন অবস্থায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড়ে। হাওয়া অফিস বলছে, এদিন পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি বেশি।
advertisement
2/6
এমন অবস্থায় শনি এবং রবিবার কী হবে, তা ভেবে কার্যত মাথা খারাপ হয়ে যাচ্ছে জেলার মানুষের। তাপমাত্রা কি আরও বাড়বে? অস্বস্তি কি আরও বাড়বে? এই প্রশ্ন ঘুরছে মানুষের মনে। আর আবহাওয়া দফতরের ইঙ্গিতও তেমনটাই।
advertisement
3/6
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উল্টে লাগাতার তাপপ্রবাহ চলতে থাকবে। পশ্চিম বর্ধমান জেলায় শনি এবং রবিবার তাপমাত্রা ৪৪ ছাড়িয়ে ৪৫ এর ঘরে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।
advertisement
4/6
একইসঙ্গে বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। অতিরিক্ত তাপপ্রবাহ চলবে পশ্চিম বর্ধমানে। পাশাপাশি সিউড়ি এবং ঝাড়গ্রামের জন্য অতিরিক্ত তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। ফলে এই সময় প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা।
advertisement
5/6
এদিন সকাল ন'টার মধ্যেই জেলার তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। এদিন শনিবারও তাপমাত্রা ৪৪ ডিগ্রি পৌঁছানোর আশঙ্কা রয়েছে। বেলা দুটো থেকে চারটা পর্যন্ত থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে রবিবারও তাপমাত্রা ৪৩-৪৪ ডিগ্রির ঘরে থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।
advertisement
6/6
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের তাপমাত্রা ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের কবলে রয়েছে কলকাতাও। শুক্রবারই ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে কলকাতার তাপমাত্রা। আজ শনিবার আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রায় ৪১ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে।
বাংলা খবর/ছবি/পশ্চিম বর্ধমান/
IMD Weather Update: ৪৫-এ পুড়ছে পানাগড়! কলকাতা ৪১...দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহ, বৃষ্টি কবে হবে? জানাল আলিপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল