West Bardhaman News : মাত্র ৭৮ দিনে ১০০ টি নতুন ইঞ্জিন তৈরি, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার নতুন রেকর্ড
Last Updated:
ভারতীয় রেল নিজেদের টুইটার হ্যান্ডেলে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসকে শুভেচ্ছা জানিয়েছে এই সাফল্যের জন্য।
advertisement
1/5

নতুন রেকর্ড করল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। মাত্র ৭৮ দিনে ১০০ টি নতুন ইঞ্জিন তৈরি করল ভারতীয় রেলের এই সংস্থাটি। যা রেলের কাছে ইঞ্জিন উৎপাদনের ক্ষেত্রে সর্বকালীন সেরা রেকর্ড। পাশাপাশি সংস্থার ক্ষেত্রেও এত কম সময়ের মধ্যে এত বেশি ইঞ্জিন তৈরি করার রেকর্ড হল এই প্রথমবার।
advertisement
2/5
চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ভারতীয় রেলের অধীনস্থ অন্যতম একটি সংস্থা। পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত চিত্তরঞ্জন লোকোমোটিভ ভারতীয় রেলের ইঞ্জিন তৈরির কারখানা। চিত্তরঞ্জন ছাড়াও ডানকুনিতে এই সংস্থার একটি শাখা রয়েছে। সংস্থার দুটি ইউনিট মিলিয়ে এত কম সময়ের মধ্যে এত বেশি সংখ্যক লোকো তৈরির রেকর্ড গড়েছে সংস্থাটি।
advertisement
3/5
সংস্থার উচ্চপদস্থ অধিকর্তা থেকে শুরু করে সাধারণ কর্মী, সকলে মিলেই এই সাফল্যের আনন্দকে ভাগ করে নিয়েছেন। ভারতীয় রেল নিজেদের টুইটার হ্যান্ডেলে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসকে শুভেচ্ছা জানিয়েছে এই সাফল্যের জন্য।
advertisement
4/5
সংস্থা সূত্রে খবর, চলতি আর্থিক বছরে ৫৪০ টির বেশি ইঞ্জিন তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। তার মধ্যে প্রথম তিন মাসের মধ্যেই ১০০ টির বেশি ইঞ্জিন বানিয়ে ফেলেছে সংস্থাটি। সংস্থার কর্মীদের উৎসাহিত করে সিএলডব্লিউ এর জেনারেল ম্যানেজার সতীশ কুমার সামন্ত বলেছেন, কর্মচারীদের আরও বেশি উদ্যোগী হয়ে এই লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে যেতে হবে। সংস্থার ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে নিয়ে একটি বার্ষিক সাধারণ সভায় এই কথা বলেন জেনারেল ম্যানেজার। পাশাপাশি তিনি বলেন, লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে কোনওভাবেই ইঞ্জিন তৈরির গুণগতমানের সঙ্গে আপোষ করা চলবে না। ত্রুটিহীনভাবে সমস্ত কাজ করতে হবে।
advertisement
5/5
তবে এই বার্ষিক সাধারণ সভায় সংস্থার কিছু কর্মচারীদের সমস্যার কথা উঠে আসে। কিছু ক্ষেত্রে প্রমোশন নিয়ে আধিকারিকদের সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে। সমস্ত বিষয়েই রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতৃত্বরা শুনেছেন। এই বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করে তারা সমস্যার কথা শোনেন। তবে সমস্যার ঊর্ধ্বে গিয়ে কাজ করার পক্ষেই জোর দিয়েছেন সকলে। যাতে করে ভারতীয় রেলের ইতিহাসে আর উচ্চতম জায়গায় পৌঁছতে পারে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। প্রথম তিন মাসে আগেই ১০০ টি ইঞ্জিন তৈরি করার পর, আপাতত সংস্থার আধিকারিক থেকে কর্মচারীরাও চাইছেন লক্ষ্যমাত্রাকে দ্রুত পূরণ করে নতুন রেকর্ড করতে।
বাংলা খবর/ছবি/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News : মাত্র ৭৮ দিনে ১০০ টি নতুন ইঞ্জিন তৈরি, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার নতুন রেকর্ড