TRENDING:

তীব্র জলসংকটে পুরুলিয়া-বীরভূম

Last Updated:
গরমে ঝলসে যাচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম। তাপমাত্রা বাড়ছে উত্তোরত্তর। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জলকষ্ট। পুরুলিয়া, বীরভূমের ঘরে ঘরে জলের জন্য তীব্র হাহাকার। জল কষ্টে বাঁকুড়ার গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতেও। জলের দাবিতে উত্তাল পুরুলিয়া পুরসভা। বীরভূমে পথ অবরোধ। সব মিলিয়ে আবহাওয়ার সঙ্গে সঙ্গে জলের দাবিতে উত্তপ্ত হচ্ছে বিভিন্ন জেলার পরিবেশও। সমস্যা নতুন নয়। তবে সমাধান হয়নি এখনও। তাই প্রতিবারের মত এবারও ভরা গরমে বিভিন্ন জেলায় জলের জন্য ঘরে ঘরে তীব্র হাহাকার ।
advertisement
1/5
তীব্র জলসংকটে পুরুলিয়া-বীরভূম
গরমে ঝলসে যাচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম। তাপমাত্রা বাড়ছে উত্তোরত্তর। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জলকষ্ট। পুরুলিয়া, বীরভূমের ঘরে ঘরে জলের জন্য তীব্র হাহাকার। জল কষ্টে বাঁকুড়ার গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতেও। জলের দাবিতে উত্তাল পুরুলিয়া পুরসভা। বীরভূমে পথ অবরোধ। সব মিলিয়ে আবহাওয়ার সঙ্গে সঙ্গে জলের দাবিতে উত্তপ্ত হচ্ছে বিভিন্ন জেলার পরিবেশও। সমস্যা নতুন নয়। তবে সমাধান হয়নি এখনও। তাই প্রতিবারের মত এবারও ভরা গরমে বিভিন্ন জেলায় জলের জন্য ঘরে ঘরে তীব্র হাহাকার ।
advertisement
2/5
জলের একমাত্র উৎস কংসাবতী শুকিয়ে গেছে। নেমে গেছে জলস্তর। প্রতিদিন কলে জল আসে না। এক বেলা যদি বা আসে, থাকে দশ থেকে পনের মিনিট মাত্র। শহরের তেইশটি ওয়ার্ড জুড়ে জলের তীব্র হাহাকার। এই পরিস্থিতিতে বুধবার পুরসভায় চেয়ারম্যানের ঘরের সামনে বিক্ষোভ দেখান বাম, কংগ্রেস নেতা ও কাউন্সিলররা। পরিস্থিতি সামাল দিতে এলে ভাইস চেয়ারম্যানকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। বিক্ষোভে সুর মেলান তৃণমূল কাউন্সিলর ছায়া দাসও। পরে প্রতিটি ওয়ার্ডে দুটি করে টিউবওয়েল বসানোর আশ্বাসে তিন ঘন্টা পর বিক্ষোভ থামে।
advertisement
3/5
জলের দাবিতে বিক্ষোভ বীরভূমের মুরারই-র রাজগ্রাম আমবুয়া মোড়ে। পাঁচ ঘ্টা ধরে চলে অবরোধ। এলাকাবাসীর দাবি, রাজগ্রাম, সন্তোষপুর, আমবুয়া, রাজগ্রাম পশ্চিমপাড়ায় জলসংকট বাড়ছে। খারাপ হয়ে পড়ে আছে বিভিন্ন নলকূপ । পানীয় জল সরবরাহ নেই। বিডিও তপন হালদারের জল ট্যাঙ্ক তৈরির আশ্বাসে পাঁচ ঘণ্টা পর অবরোধ ওঠে।
advertisement
4/5
পুরুলিয়া, বীরভূমের মত বাঁকুড়া শহরে জলকষ্ট তীব্র না হলেও, জলসংকটে ভুগছে বিভিন্ন গ্রাম। ডিভিসির সরবরাহ করা জলে শহরে সমস্যা কম । তবে গ্রামের নদী-নালা, পুকুর সব শুকিয়ে গেছে। ভোট পড়ে যাওয়ায় বিভিন্ন জলপ্রকল্পের কাজও মাঝপথে থমকে। বিশেষ করে ভলডাঙা, ইন্দপুর, ছাতনা, শালতোড়াসহ বিভিন্ন গ্রামে জলসংকট তীব্রতর হচ্ছে।
advertisement
5/5
তাপমাত্রার পারদ কখনও ছুঁয়ে যাচ্ছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। কখনও ছাড়িয়েও যাচ্ছে। সঙ্গে তীব্র তাপপ্রবাহ। তার সঙ্গে জলসংকট। জল আনতে এই গরমের মধ্যেই যেতে হচ্ছে বহু দূর । ভোট আসে। ভোট যায়। এই পরিবেশ থেকে মুক্তি মেলে না।
বাংলা খবর/ছবি/Uncategorized/
তীব্র জলসংকটে পুরুলিয়া-বীরভূম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল