প্রেমে পাগল দুই যুবতী বিয়ে করতে চায় একে অপরকে
Last Updated:
সম্প্রতি উত্তরপ্রদেশের হরদোইতে এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ দুটি মেয়ের প্রেমের সম্পর্ক ও তাদের বিয়ে করতে চাওয়ার ইচ্ছে উত্তরপ্রদেশের ওই ছোট শহরে তুলেছে বিতর্কের ঝড় ৷
advertisement
1/4

সমকামিতা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক তুঙ্গে ৷ ভারতে এই বিষয়ে কোর্টে মামলাও চলছে ৷ শহরের এই ধরণের সম্পর্ক দেখা গেলেও শহরতলীতে এই বিষয়টি এখনও মেনে নেওয়া হয় না ৷ তাই সবার কাছে আলোচনার বিষয় হয়ে উঠে এই ধরণের সম্পর্ক ৷ সম্প্রতি উত্তরপ্রদেশের হরদোইতে এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ দুটি মেয়ের প্রেমের সম্পর্ক ও তাদের বিয়ে করতে চাওয়ার ইচ্ছে উত্তরপ্রদেশের ওই ছোট শহরে তুলেছে বিতর্কের ঝড় ৷
advertisement
2/4
বেশ কয়েকদিন ধরেই দু’জনের মধ্যে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক ৷ হতে চেয়েছিলেন একে অপরের জীবন সঙ্গী ৷ কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তাদের পরিবার ৷ কিন্তু কোনও বাধাকেই মানতে নারাজ ছিল প্রেমে পাগল দুই যুবতী ৷ তাই নিজেদের ভালোবাসার জন্যে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন দু’জনে ৷ বাড়ি থেকে পালিয়ে নয়ডায় স্বামী-স্ত্রী হিসেবে থাকতে শুরু করে ৷ খুশিতে সংসার করছিলেন দু’জনে ৷ একজন চাকরি করতেন তো অন্যজন সংসার সামলাতেন ৷ তাদের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন দু’জনের পরিবার ৷ সেই অনুযায়ী তল্লাশি শুরু করে পুলিশ ৷ ধরাও পড়ে যায় পুলিশের হাতে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করতে জানা যায় একজনের নাম সাহিন (নাম পরিবর্তিত) অন্য জন ফারিদা (নাম পরিবর্তিত) ৷ জানা যায় যে তারা একে অপরকে ভালোবাসে ও বিয়ে করতে চায় ৷
advertisement
3/4
এরপর দু’জনকে মহিলাদের থানায় পাঠিয়ে দেওয়া হয় ৷ সাহিন ও ফরিদার নিখোঁজ হওয়ার কথা থানায় দায়ের করেছিল তাদের পরিবারের সদস্যরা ৷
advertisement
4/4
একটি বিয়ের অনুষ্ঠানে সাহিন ও ফরিদার আলাপ হয় ৷ তারপর থেকেই প্রেম ৷ পুলিশ দু’জনকেই মেডিকেল পরীক্ষার জন্য পাঠিয়েছে ৷ খুব তাড়াতাড়ি তাদের কোর্টে পেশ করা হতে চলেছে ৷