কে বলে ঠাকুমা তোমার..!!!
Last Updated:
দেখলেই মনে পড়ে যায় কুমার শানুর গাওয়া সেই গান ৷ কে বলে ঠাকুমা তোমার বয়স হয়ে গিয়েছে আশি ! দেশে-বিদেশে ছড়িয়ে রয়েছে এমন অনেক বৃদ্ধা, যারা বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে আছেন দিব্য ৷ আছেন বিন্দাস ৷ সেজেগুজে একেবারে ইয়ংদের দিচ্ছেন টেক্কা !
advertisement
1/6

দেখলেই মনে পড়ে যায় কুমার শানুর গাওয়া সেই গান ৷ কে বলে ঠাকুমা তোমার বয়স হয়ে গিয়েছে আশি ! দেশে-বিদেশে ছড়িয়ে রয়েছে এমন অনেক বৃদ্ধা, যারা বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে আছেন দিব্য ৷ আছেন বিন্দাস ৷ সেজেগুজে একেবারে ইয়ংদের দিচ্ছেন টেক্কা !
advertisement
2/6
এই তিনজন বৃদ্ধা থাকেন ইটালিতে ৷ তিনজনের বয়সই আশি পেরিয়েছে ৷ তবুও সাজগোজে নিজেদের রেখেছেন ইয়ং ৷ এই তিন বৃদ্ধার কথায়, ডিপ্রেশন থেকে দূরে থাকতে এই ফন্দি দারুণ ৷
advertisement
3/6
প্যারিসের বাসিন্দা আরি কোহেন ৷ পেশায় স্টাইলিস এক্সপার্ট ৷ থাকেন ২০ বছর বয়সি নাতনির সঙ্গে ৷ তাঁর জীবনের একটাই ফান্ডা, সেজে থাকুন হ্যাপি থাকুন ৷
advertisement
4/6
আরি কোহেনের মতোই ভাবেন আমেরিকার সিলভিয়া ৷ শুধু সাজগোজ নয়, নিজেকে ইয়ং রাখতে নামও করেছেন পরিবর্তন ৷
advertisement
5/6
ডাক্তারও মনে করেন, সাজগোজ মানুষের মনকে ভালো রাখে ৷ মানসিক চাপ থেকে বেরনের দারুণ পন্থাই হল সাজগোজ ৷ আর মন থেকে নিজেকে ইয়ং ভাবলেই, শরীরও থাকবে ভালো ৷
advertisement
6/6
আয়ুকে বাড়িয়ে দিন ৷ ভালো ভাবুন, ভালো থাকুন ৷ দেশে-বিদেশে ছড়িয়ে থাকা এই ঠাকুমারা অনুপ্রেরণা জোগাচ্ছে এই জেনারেশনকেই ৷ ফুঁ দিয়ে উড়িয়ে দিচ্ছেন বয়সকে ৷