জঙ্গলে অন্তর্বাসে সুন্দরী স্বপ্না !
Last Updated:
জঙ্গলে অন্তর্বাসে সুন্দরী স্বপ্না !
advertisement
1/5

নাম স্বপ্না পাব্বি ৷ বলিউডে এক্কেবারে নতুন ৷ ঝুলিতে একটাই ছবি ‘খামোশিয়া’ ৷ তাও আবার ফ্লপ ৷ তাতে কি ? সুন্দরী তো কাজ তো পেয়েই যাবেন ৷ আছেন তাই বিন্দাস ৷ পেলেনও কাজ !
advertisement
2/5
স্বপ্না পাব্বির নতুন কাজ কোনও নতুন সিনেমায় অভিনয় নয়, বরং অন্তবার্স পরে ক্যামেরার সামনে নানা পোজে ধরা দেবেন তিনি ৷ তাও আবার জঙ্গলে !
advertisement
3/5
একটা ফোটোশ্যুটের জন্য আর্জেন্টিনার জঙ্গলে ! যে জঙ্গলে অভিনয় করে লিওনার্দো ডি ক্যাপরিও প্রশংসিত হয়েছেন ‘রিভিন্যান্ট’ ছবিতে, সেই জঙ্গলেই এবার শ্যুটিং করবে স্বপ্না ৷ এটা জানতে পেরেই বেজায় খুশি স্বপ্না ৷
advertisement
4/5
ছিলেন সুন্দরী মডেল কন্যা ৷ তাই সিনেমায় পা রাখাটা বড্ড সহজ হয়েছিল স্বপ্নার জন্য ৷ কিন্তু ‘খামোশিয়া’ ছবিতে সমালোচকদের কড়া নজরে পড়েন তিনি ৷ অভিনয় তো দূরের কথা, সংলাপ বলতেও নাকি আটকাতেন নায়িকা ৷ তবে সেই সব গুঞ্জনে কান দিতে চান না তিনি ৷ বরং পুরো ফোকাসটাই এখন ফোটোশ্যুটের দিকে ৷
advertisement
5/5
স্বপ্না জানেন তিনি সুন্দরী ৷ তাই আপাতত ফোটোশ্যুটেই আছেন দিব্য৷ অন্তর্বাস পরতে বাধা নেই তাঁর ৷ সব মিলিয়ে ক্যামেরার সামনে যেতে একেবারে তৈরি স্বপ্না ৷ শোনা গিয়েছে, এই ফোটশ্যুটের জন্য তাঁর পকেটে ঢুকতে চলেছে কোটি টাকা !