রাজধানীতে ‘ফাইনাল পাঙ্গা’য় নিজেদের সেরাটা দিতে প্রস্তুত চার দলই
Last Updated:
রাজধানীতে ‘ফাইনাল পাঙ্গা’য় নিজেদের সেরাটা দিতে প্রস্তুত চার দলই
advertisement
1/3

গ্রুপ লিগের লড়াই শেষ ৷ এবার লড়াই সেমিফাইনাল এবং ফাইনালের ৷ ২০১৬ প্রো কবাডি লিগে শুক্র এবং শনিবার হল ‘ফাইনাল পাঙ্গা’ অর্থাৎ সেমিফাইনাল এবং ফাইনালের লড়াই ৷ এবারের চার সেমিফাইনালিস্ট হল গতবারের চ্যাম্পিয়ন দল ইউ মুম্বা, পটনা পাইরেটস, পুণেরি পল্টন এবং বেঙ্গল ওয়ারিয়ার্স ৷ এবছর বেঙ্গল ওয়ারিয়ার্স দলের পারফরম্যান্সও যথেষ্ট ভালো ৷ তাই তাঁদেরকে নিয়েও আশাবাদী বাংলার সমর্থকরা ৷ সেমিফাইনাল এবং ফাইনাল খেলা হবে দিল্লির ইন্দিরা গান্ধি ইন্ডোর স্টেডিয়ামে ৷ সেমিফাইনালের লড়াইয়ে নামার আগে ট্রফির সামনে চার দলের অধিনায়করা
advertisement
2/3
advertisement
3/3
advertisement