advertisement
1/6

যাত্রা শুরু করল হাইস্পিড সেমি বুলেট ট্রেন, নাম ‘গতিমান এক্সপ্রেস’ ।
advertisement
2/6
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বুলেট ট্রেন না হলেও সেমি বুলেট ট্রেনটি দেশের সবথেকে বেশি গতিবেগসম্পন্ন ট্রেন বলে রেলমন্ত্রকসূত্রে খবর। ঘন্টায় ১৬০ কিলোমিটার বেগে ছুটবে গতিমান এক্সপ্রেস ৷
advertisement
3/6
মঙ্গলবার গতিমান এক্সপ্রেসের সূচনা করেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।
advertisement
4/6
এই ট্রেনে আছে ১২ টা এসি কোচ, সঙ্গে যাত্রীরা পাবেন ফ্রি ওয়াই-ফাই ৷ গতিমান এক্সপ্রেসের এসি চেয়ারকারে চাপতে খরচ করতে হবে মাত্র ৬৯০ টাকা আর এক্সিজিকিউটিভ ক্লাসের ভাড়া ১৩৬৫ ৷
advertisement
5/6
এই ট্রেনে বিমানের মতোই যাত্রীদের সেবার জন্য হাজির থাকবেন সেবক সেবিকারা ৷
advertisement
6/6
সেমি হাই স্পিড ট্রেন গতিমান চলবে দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে আগ্রা পর্যন্ত। দু'শো কিলোমিটার পথ পেরোতে সময় লাগবে এক ঘণ্টা চল্লিশ মিনিট। শুক্রবার বাদে সপ্তাহে ছ'দিন চলাচল করবে ট্রেনটি। হজরত নিজামুদ্দিন থেকে সকাল ৮টা ১০ মিনিটে ট্রেনটি ছাড়বে। অন্যদিকে, আগ্রা থেকে ট্রেন ছাড়বে বিকেল ৫টা ৫০-এ।