এক বছরে পা নেপাল ভূমিকম্পের, আতঙ্ক বহাল হিমালয়ে
Last Updated:
আজ থেকে ঠিক একবছর আগে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে নেপাল ৷ দিনটা ছিল শনিবার ৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। মিনিটের মধ্যে শয়ে শয়ে বাড়ি ঘর ধূলিসাত হয়ে যায় ৷ প্রাণ হারান প্রায় কয়েক হাজার মানুষ ৷ নেপাল ছাড়াও বাংলাদেশ, ভারত, চীন ও পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল পোখরার লামজুং এলাকায় ৷ ঘরছাড়া হয়ে পরে কয়েক হাজার মানুষ ৷ প্রাণহানি ছাড়াও ধ্বংশ হয়ে যায় বহু ঐতিহাসিক স্থাপথ্য ৷
advertisement
1/5

আজ থেকে ঠিক একবছর আগে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে নেপাল ৷ দিনটা ছিল শনিবার ৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। মিনিটের মধ্যে শয়ে শয়ে বাড়ি ঘর ধূলিসাত হয়ে যায় ৷ প্রাণ হারান প্রায় কয়েক হাজার মানুষ ৷ নেপাল ছাড়াও বাংলাদেশ, ভারত, চীন ও পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল পোখরার লামজুং এলাকায় ৷ ঘরছাড়া হয়ে পরে কয়েক হাজার মানুষ ৷ প্রাণহানি ছাড়াও ধ্বংশ হয়ে যায় বহু ঐতিহাসিক স্থাপথ্য ৷
advertisement
2/5
এক বছর কেটে গিয়েছে কিন্তু এখনও বেশির ভাগ মানুষকে দিন কাটাতে হচ্ছে টিনের অস্থায়ী বাসস্থানে ৷ যেখানে না আছে বিদুৎ না আছে রোজগারের কোনও উপায় ৷ যদিও নেপাল সরকারের তরফ থেকে নতুন বাসস্থান বানিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বারবার কিন্তু এখনও তা পূরণ হয়নি ৷
advertisement
3/5
নেপালের ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গিয়েছিল দেশের বিস্তীর্ণ জায়গা ৷ গত ৮ দশকে ২০১৪ সালের ভূমিকম্প সবচেয়ে বেশি ভয়াবহ ছিল ৷ প্রথম ভূমিকম্পের পর একের পর এর পরবর্তী কম্পন আতঙ্ক ছড়ায় গোটা দেশজুড়ে ৷ প্রায় ১৪টির মতো ‘আফটারশক হয় নেপালে যার মধ্যে সব চেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল ৬.৬ মাত্রা ৷ সব মিলিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছিল ৯ হাজার ৷ বাস্তহারা হয়েছিল বহু মানুষ ৷ যদিও বিদেশী কমিউনিটি থেকে বিশাল অঙ্কের টাকা সাহায্য হিসেবে পাঠানো হয়েছিল তবুও নেপাল সরকারের তরফ থেকে একটি বাড়িও পুনর্নির্মান করা হয়নি বলে অভিযোগ ৷
advertisement
4/5
তবে নেপাল সরকারের তরফে জানানো হয়েছে, যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখিন হতে হয়েছে নেপালকে তা থেকে ফিরে দাঁড়ানো মুখের কথা নয় ৷ পুর্ননির্মানের কাজ শুরু করা হয়েছে ৷ কিন্তু সমস্ত কিছু ঠিক হতে এক দশকও লেগে যেতে পারে ৷ তবে আক্রান্ত মানুষের অভিযোগ, এগুলো কেবল অজুহাত ৷
advertisement
5/5
এপ্রিল ২৫ তারিখ নেপালবাসীদের জন্য যেন একটি অভিশপ্ত দিন ৷ ভয়াবহ সেই দিনটি আজও তাড়া করে বেড়াচ্ছে নেপালকে ৷