ধর্ষণে দোষী ‘বাবা’, ভক্তদের তাণ্ডবে এভাবেই লণ্ডভণ্ড হরিয়ানা
Last Updated:
ধর্মীয় সংগঠন ডেরা সচ্চা সওদার প্রধান গুরমিত রাম রহিম সিং দোষী সাব্যস্ত হতেই কার্যত গোটা হরিয়ানায় তাণ্ডব চালালেন তাঁর ভক্তরা ৷
advertisement
1/9

একের পর এক ওবি ভ্যান জ্বলছে। প্রাণ হাতে করে পালাচ্ছেন সাংবাদিকরা। পালাচ্ছে পুলিশও। পাথর ছুড়তে ছুড়তে এগিয়ে আসছে বিক্ষোভকারীরা। সংঘর্ষে নিহতের লাশ পড়ে রইল রাস্তাতেই। পুড়ে ছাই অ্যাম্বুল্যান্স, সংবাদমাধ্যমের ওবি ভ্যান ৷ এমন ভয়াবহ দৃশ্যের সাক্ষী হরিয়ানা, শুধুমাত্র এক ‘বাবা’ ধর্ষক হিসেবে দোষী সাব্যস্ত হওয়ায় ৷ Photo: PTI
advertisement
2/9
প্রায় দেড় দশক আগেকার এক জোড়া-ধর্ষণ মামলায় ধর্মীয় সংগঠন ডেরা সচ্চা সওদার প্রধান গুরমিত রাম রহিম সিং দোষী সাব্যস্ত হতেই কার্যত গোটা হরিয়ানায় তাণ্ডব চালালেন তাঁর ভক্ত-অনুগামীরা। হিংসার আঁচ পড়ল লাগোয়া চার রাজ্যে। পঞ্জাব, রাজস্থানে জ্বলল স্টেশন। Photo: PTI
advertisement
3/9
উত্তরপ্রদেশের গাজিয়াবাদে, রাজধানী দিল্লিতে পুড়ল বাস-ট্রেন। প্রাণ গেল ৩০জনেরও বেশি ডেরা সমর্থকের ৷ Photo: PTI
advertisement
4/9
পাঁচকুলা এভাবেই জ্বলল শুক্রবার দিনভর ৷ Photo: PTI
advertisement
5/9
Photo: PTI
advertisement
6/9
ডেরা সমর্থকরা সংবাদমাধ্যমের ওবি ভ্যানে আগুন লাগিয়ে দেয় ৷
advertisement
7/9
অসহায় সাংবাদিক ! Photo: PTI
advertisement
8/9
Photo: PTI
advertisement
9/9
Photo: PTI