TRENDING:

দিল্লির রাস্তায় সকাল সকাল অমিতাভ বচ্চন ! দেখুন ছবি

Last Updated:
দিল্লির রাস্তায় সকাল সকাল অমিতাভ বচ্চন ! দেখুন ছবি
advertisement
1/6
দিল্লির রাস্তায় সকাল সকাল অমিতাভ বচ্চন ! দেখুন ছবি
শনিবার সকাল সকাল মুখে মাস্ক পরে দিল্লির রাজপথে হাজির অমিতাভ বচ্চন ৷ টের পেলেন কেউ-ই ৷ প্রাতভ্রমণকারীরা পার্কে ছিলেন ব্যস্ত ৷ সেখানে পৌঁছেই পার্কের চেয়ারে একা একা বসে রইলেন তিনি ৷ চোখ আকাশে ! হঠাৎ অমিতাভের এই অবস্থা কেন ?
advertisement
2/6
প্রায় তিনমাস কলকাতাতে ‘তিন’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন অমিতাভ ৷ ঠান্ডা লেগে জ্বরেও ভুগেছিলেন তিনি ৷ এমনকী, গ্র্যান্ড হোটেলের ঘর থেকে নিজের শরীর খারাপের খবর নিজেই করেছিলেন ট্যুইট ৷ সেই বিগবি হঠাৎ একা একা পার্কে গেলেন কেন? তাও আবার ভোর বেলায় !
advertisement
3/6
এই দেখুন ৷ মুখ থেকে মাস্কও খুলে দিয়েছেন বিগবি ৷ একাই বসে আছেন দিল্লির এক পার্কে ৷ সত্যিই কি বিগবি একা ৷ সঙ্গে কী কেউ নেই তাঁর ?
advertisement
4/6
পুরো গপ্পোটাই ফিল্মি ৷ টলিউড পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর প্রথম হিন্দি ছবি ‘পিঙ্ক’-এর শ্যুটিংয়েই শনিবার সকাল থেকে ব্যস্ত বিগবি ৷ শ্যুটিংয়ের জন্যই দিল্লির এক পার্কে একা একা বসেছিলেন তিনি ৷
advertisement
5/6
জানুয়ারি মাসেই পরিচালক অনিরুদ্ধ, বিগবিকে শুনিয়েছিলেন ছবির চিত্রনাট্য ৷ চিত্রনাট্য শুনেই হ্যাঁ করেছিলেন তিনি ৷ ছবিটির প্রযোজক সুজিত সরকার ৷
advertisement
6/6
অনিরুদ্ধ রায়চৌধুরীর এই ছবির নাম প্রথমে ছিল ‘ইভ’ ৷ এরপর সামান্য রদবদল ঘটে চিত্রনাট্যে ৷ আর সেই রদবদলকে মাথায় রেখেই ছবির নতুন নামকরণ পিঙ্ক ৷
বাংলা খবর/ছবি/Uncategorized/
দিল্লির রাস্তায় সকাল সকাল অমিতাভ বচ্চন ! দেখুন ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল