ভোটারদের প্রভাবিত করার অভিযোগে বেলেঘাটা থেকে গ্রেফতার ১১ জন!
Last Updated:
বেলেঘাটায় তৃণমূলের পরেশ পাল ও বামফ্রন্টের রাজীব বিশ্বাসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ৷ সেই যুদ্ধে সকাল থেকে ভোটের লাইনে সাধারণ মানুষ ৷ পুলিশের কড়া নিরাপত্তার জালে পড়ল প্রায় ১১ জন প্রত্যারক ৷ ভোটারদের প্রভাবিত করা অভিযোগ পুলিশ গ্রেফাতর করল এদের ৷
advertisement
1/7

তৃতীয় দফা ভোটের শুরুতে সকাল থেকেই বিক্ষিপ্ত ঝামেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ল বেলেঘাটার নানা কেন্দ্রে ৷ ভোটারদের প্রভাবিত করার অভিযোগে শুধুমাত্র বেলেঘাটা থেকেই গ্রেফতার করা হল ১১ জনকে ৷
advertisement
2/7
বেলেঘাটায় তৃণমূলের পরেশ পাল ও বামফ্রন্টের রাজীব বিশ্বাসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ৷ সেই যুদ্ধে সকাল থেকে ভোটের লাইনে সাধারণ মানুষ ৷ পুলিশের কড়া নিরাপত্তার জালে পড়ল প্রায় ১১ জন প্রত্যারক ৷ ভোটারদের প্রভাবিত করা অভিযোগ পুলিশ গ্রেফাতর করল এদের ৷
advertisement
3/7
বেলেঘাটা বাইপাস, রাসমণি বাজার, বেলেঘাটা মিত্র সঙ্ঘ বিদ্যালয়ের এলাকা থেকেই গ্রেফতার করা হল ১১ জনকে ৷
advertisement
4/7
পুলিশের টহলদারি চলছে ৷ কেন্দ্রীয় বাহিনীর কড়া নজর ৷ বেলেঘাটা নানা কেন্দ্রে চলছে ভোট ৷
advertisement
5/7
ভূয়ো ভোটার হয়ে ভোট দিতে গিয়ে বেলেঘাটার ৩৩ নম্বর কেন্দ্রে হাতে-নাতে ধরা পড়ল একজন ৷
advertisement
6/7
বেলেঘাটার চালপট্টিতে ধৃত তৃণমূলকর্মী ৷ স্থানীয় ক্লাবে জড়ো হন তৃণমূলকর্মীরা৷ বেআইনি জমায়েত সরাতে যায় পুলিশ ৷ ছিলেন DC (ESD) সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ বাকিরা পালালেও গ্রেফতার ১ তৃণমূলকর্মী৷
advertisement
7/7
কেন্দ্রীয় বাহিনীর কড়া নজর ৷ পুলিশের তৎপরতা ৷ গোটা বেলেঘাটা জুড়ে চলছে ভোট ৷ কেন্দ্রে কেন্দ্রে ভোটার লাইনে ভিড় ৷