TRENDING:

Yamaha Aerox 155: দেখতে পুরো মোটরসাইকেলের মতো, কিন্তু স্কুটি! যেমন মাইলেজ, তেমন লুক এই স্কুটির

Last Updated:
Yamaha Aerox 155: দেখলে মনে হবে মোটরসাইকেল, কিন্তু আসলে এটি স্কুটার। দেশের বাজার কাপাচ্ছে এই স্কুটার।
advertisement
1/7
দেখতে পুরো মোটরসাইকেলের মতো, কিন্তু স্কুটি! যেমন মাইলেজ, তেমন লুক এই স্কুটির
দেখে মনে হবে মোচরসাইকেল. কিন্তু আদতে স্কুটার। Yamaha Aerox 155 এখন বাজার কাঁপাচ্ছে। যএমন মাইলেজ, তেমন লুক।
advertisement
2/7
ইয়ামাহা এই স্কুটির ABS ও নন ABS - দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে। দাম ১.৩৪ লাখ (এক্স শোরুম)। সামনে ও পিছনে ১৪ ইঞ্চির টায়ার রয়েছে এই স্কুটির।
advertisement
3/7
Yamaha Aerox 155 ছাড়া ১৪ ইঞ্চির হুইল ভারতে আর কোনও স্কুটারে নেই। ম্যাক্সি স্কুটার বলে রোড গ্রিপ ভাল।
advertisement
4/7
এতে Yamaha Y Connect-এর মতো সুবিধা রয়েছে। ফলে স্কুটারের সঙ্গে মোবাইল কানেক্ট করতে পারবেন। এছাড়া ডিসপ্লে টেকোমিটারের সঙ্গেও কানেক্ট করা যাবে।
advertisement
5/7
LED DRLs, এলইডি টেইল লাইট, LCD ডিজিটাল মিটার থাকবে এতে। Yamaha Aerox 155 ইগ্নেশন সুইচের পাশে একটি মাল্টিফাংকশন সুইচ আছে। সেই সুইচে ক্লিক করে ফুয়েল ট্যাঙ্ক, আন্ডার সিট স্টোরেজ খোলা যাবে।
advertisement
6/7
USB চার্জি পোর্ট রয়েছে। এছাড়া ফোন রাখার জায়গাও রয়েছে স্কুটারে। ফোনের ব্যাটারি শেষ হলে আর চিন্তা করতে হবে না। স্কুটিতেই চার্জ দেওয়া যাবে।
advertisement
7/7
Yamaha Aerox 155-এ ২৪.৫ লিটার আন্ডার সিট স্টোরেজ রয়েছে। একটি আস্ত হেলমেট ছাড়াও অনেক কিছু সেখানে রাখতে পারবেন। ফুয়েল ট্যাঙ্ক ৫.৫ লিটারের।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Yamaha Aerox 155: দেখতে পুরো মোটরসাইকেলের মতো, কিন্তু স্কুটি! যেমন মাইলেজ, তেমন লুক এই স্কুটির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল