Wi-Fi Router: বাড়িতে সারারাত Wi-Fi রাউটার চলে নিশ্চই! বিরাট ভুল হচ্ছে রোজ! যে কোনও মুহূর্তে ঘটবে বড় বিপদ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
WiFi Router Use Tips: রাতে ঘুমানোর আগে রাউটার বন্ধ করলে শুধু বিপদই হতে পারে তা নয়, এতে মাসিক বিদ্যুৎ বিলের অনেকটা অংশই বাঁচানো যায়।
advertisement
1/8

*রাতে ওয়াইফাই রাউটার কি বন্ধ রাখা উচিত? অনেকের মনেই এই প্রশ্ন আসতে পারে। কেউ কেউ সারারাত নিজেদের ওয়াইফাই রাউটার চালিয়ে রাখেন, আবার কেউ কেউ বিপদের আশঙ্কায় ওয়াইফাই রাউটার বন্ধ করে দেন।
advertisement
2/8
*রাতে ওয়াইফাই রাউটার বন্ধ রাখা উচিত কি না এই প্রশ্নের উত্তর হবে- হ্যাঁ। কেউ যদি প্রয়োজনীয় মনে করেন তবে রাউটারটি বন্ধ রাখতে পারেন। রাউটার বন্ধও থাকার ফলে একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, তেমনই কোনও অজানা উৎস থেকে অননুমোদিত ব্যবহারও রোধ করা যাবে।
advertisement
3/8
*নজরের বাইরে ওয়াইফাই রাউটার চালিয়ে রাখলে যে সমস্ত বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে তাও এড়ানো যেতে পারে।
advertisement
4/8
*তবে বেশিরভাগ বিশেষজ্ঞরাই মনে করেন যে রাতে ঘুমানোর আগে রাউটার বন্ধ করলে শুধু বিপদই হতে পারে তা নয়, এতে মাসিক বিদ্যুৎ বিলের অনেকটা অংশই বাঁচানো যায়।
advertisement
5/8
*যদিও, এখনও পর্যন্ত কোনও বৈজ্ঞানিক গবেষণা হয়নি যা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা অন্য কোনও শক্তির বিরূপ প্রভাব দেখা দেবে এমন কিছু প্রমাণ করেছে। তবে ওয়াইফাই রাউটার আমাদের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এমন সম্ভাবনাও খুব কম।
advertisement
6/8
*রাউটার চালিয়ে রাখলে একমাত্র সম্ভাবনা হল যে কেউ আমাদের রাউটার কানেকশনটি অননুমোদিত উপায়ে ব্যবহার করতে পারেন। এটি অনেকটাই রাউটারের সেফটি কানেকশনের উপরও নির্ভর করে।
advertisement
7/8
*এমন পরিস্থিতিতে যাঁরা রাউটার বন্ধ করে ঘুমোনোর পক্ষপাতী তাঁরা ইচ্ছা করলে রাউটার বন্ধ করে দিতে পারেন। তবে এমনটি করা বাধ্যতামূলক নয় বা এমন কোনও কিছু সুপারিশও করা হয় না। এছাড়া রাউটার বন্ধ রাখলে এর থেকে কোনও উল্লেখযোগ্য সুবিধাও পাওয়া যায় না।
advertisement
8/8
*অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে যে রাউটারটি সব সময় চালু রাখা ঠিক কি না। এর উত্তরে বলা যায় যে, রাউটারের আয়ু বাড়ানোর জন্য একে একটানা চালিয়ে রাখাই ভাল। কারণ, বারবার এটি চালানো বা বন্ধ করলে আখেরে সংযোগ সমস্যা বা বিদ্যুৎ কানেকশনের ক্ষতি হতে পারে।