ফোন খালি হ্যাং করে? সহজ উপায় জেনে নিন, আর কখনও সমস্যা হবে না
- Published by:Suman Majumder
Last Updated:
Smartphone hang: ফোন হ্যাং করলে এই উপায় জেনে নিন।
advertisement
1/5

স্মার্টফোনের প্রসেসর একই সাথে অনেক কাজ করতে থাকে। এটি ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করে। এই মাল্টিটাস্কিং করার ফলে অনেক সময় ফোন হ্যাং করে। ফোন গরমও হতে থাকে। স্টোরেজ খালি থাকার পরেও অনেক সময় এই সমস্যা দেখা দেয়।
advertisement
2/5
ফোন হ্যাং হওয়ার সমস্যা অনেকের। তবে খুব সহজেই এই সমস্যার সমাধান করা যায়। আজ আপনাদের সেই উপায়ের কথাই বলব।
advertisement
3/5
প্রথমেই Location-এ যান। সেখানে Improve Accuracy অপশন থাকে। সেখানে Wi-Fi Scanning ও Bluetooth Scanning অপশন বন্ধ করতে হবে।
advertisement
4/5
প্রথমে আপনাকে ফোনের সেটিংসে যেতে হবে। তার পর অ্যাপস। সেখান থেকে Google Play Service নির্বাচন করতে হবে। এর পরে আপনাকে স্টোরেজে ট্যাপ করতে হবে। তারপর Clear Cache অপশনে ক্লিক করতে হবে। এতে ফোনের জাঙ্ক ফাইল মুছে যাবে। এর পর App details in store-এ ফিরতে হবে। সেখানে Deactivate করতে হবে। তার পর ফোন একবার অফ করে আবার অন করতে হবে।
advertisement
5/5
আপমার স্মার্টফোনে Phone Master অ্যাপ ডাউনলোড করতে পারেন। সেখানে Phone Cooler সিলেক্ট করতে হবে। তার পর Cool Down অপশন সিলেক্ট করলে আপনার ফোন ক্লিন হয়ে যাবে।