TRENDING:

মোবাইল রিচার্জের ভ্যালিডিটি ২৮, ৫৬, ৮৪ দিন কেন হয়? ৩০ দিন হয় না, রয়েছে 'বড়' কারণ

Last Updated:
Mobile Recharge validity: মোবাইলের রিচার্জ ২৮, ৫৬, ৮৪ দিনের হয় কেন! কখনও ভেবে দেখেছেন? কেন ৩০, ৬০, ৯০ দিনের ভ্য়ালিডিটি দেয় না কোনও টেলিকম সংস্থা! দিলে বছরের শেষে তারা মোটা টাকা ঘরে তুলতে পারবে না।
advertisement
1/7
মোবাইল রিচার্জের ভ্যালিডিটি ২৮, ৫৬, ৮৪ দিন কেন হয়? ৩০ দিন হয় না, রয়েছে বড় কারণ
মোবাইলের রিচার্জ ২৮, ৫৬, ৮৪ দিনের হয় কেন! কখনও ভেবে দেখেছেন? কেন ৩০, ৬০, ৯০ দিনের ভ্য়ালিডিটি দেয় না কোনও টেলিকম সংস্থা!
advertisement
2/7
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) -এর তরফ থেকে ২৮ দিনের বদলে এক মাসের প্ল্যান লঞ্চ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এখনও তা মেনে চলছে না কোনও সংস্থা।
advertisement
3/7
নির্দেশ মেনে চললে প্রতিটি টেলিকম সংস্থা যে বিরাট টাকা বছরের শেষে উপার্জন করে তা বন্ধ হয়ে যাবে।
advertisement
4/7
২৮, ৫৬, ৮৪ দিন ভ্যালিডিটি-র রিচার্জ প্ল্যান-এর পিছনে রয়েছে বড় অঙ্ক। ৩০ দিনের বদলে ২৮ দিন ভ্যালিডিটি দিলে একজন গ্রাহককে বছরে ১২ বারের বদলে ১৩ বার রিচার্জ করতে হবে।
advertisement
5/7
অর্থাৎ এই কায়দা বজায় রেখে গ্রাহকদের বছরে একটি রিচার্জ বেশি করতে হবে। তাতে বিরাট অঙ্কের টাকা ঘরে তোলে টেলিকম সংস্থাগুলি।
advertisement
6/7
৫৬ ও ৮৪ দিন রিচার্জ ভ্যালিডিটির ক্ষেত্রেও ব্যাপারটা একই। এক্ষেত্রেও ৬টি ও ৩টি রিচার্জের শেষে পাওয়া যায় ৩৩৬ দিনের ভ্যালিডিটি। অর্থাৎ বছরে আরও ২৯ দিন বাকি থাকে। নিরবচ্ছিন্ন কানেকশন পেতে হলে আপনাকে আরও একটি বেশি রিচার্জ করাতে হয়।
advertisement
7/7
আপনি ২৮ দিনের ভ্যালিডিটির রিচার্জ ১৩বার করলে বছরে ৩৬৪ দিন নিরবচ্ছিন্ন কানেকশন পাবেন। অর্থাৎ সেক্ষেত্রেও বছরের একটা দিন বাকি থাকবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
মোবাইল রিচার্জের ভ্যালিডিটি ২৮, ৫৬, ৮৪ দিন কেন হয়? ৩০ দিন হয় না, রয়েছে 'বড়' কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল