TRENDING:

বলুন তো, আইফোন কোন দেশের মানুষ সব থেকে বেশি ব্যবহার করেন? বড় বাজার 'এই' দেশে

Last Updated:
iPhone- আইফোন কেনা অনেকেরই স্বপ্ন। সম্প্রতি ভারতে স্টোর খুলেছে অ্যাপল। তারপর থেকে এই দেশে আইফোনের জনপ্রিয়তা আরও বেড়েছে। কিন্তু বিশ্বের কোন দেশের মানুষ সবচেয়ে বেশি আইফোন ব্যবহার করেন?
advertisement
1/7
বলুন তো, আইফোন কোন দেশের মানুষ সব থেকে বেশি ব্যবহার করেন? বড় বাজার 'এই' দেশে
আইফোন কেনা অনেকেরই স্বপ্ন। সম্প্রতি ভারতে স্টোর খুলেছে অ্যাপল। তারপর থেকে এই দেশে আইফোনের জনপ্রিয়তা আরও বেড়েছে। কিন্তু বিশ্বের কোন দেশের মানুষ সবচেয়ে বেশি আইফোন ব্যবহার করেন? অ্যাপলের সবচেয়ে বড় বাজার কোন দেশে? সামনে এল সেই তথ্য।
advertisement
2/7
বলুন তো, আইফোন কোন দেশের মানুষ সব থেকে বেশি ব্যবহার করেন? বড় বাজার 'এই' দেশে
আমেরিকায় বাজার নেই: অ্যাপল আমেরিকান কোম্পানি। কিন্তু আশ্চর্যের বিষয় হল, মার্কিন মুলুকে আইফোনের জনপ্রিয়তা অতটা নেই। পরিসংখ্যান অনুযায়ী, মাত্র আমেরিকার ৫১ শতাংশ নাগরিক আইফোন ব্যবহার করেন। ২৭ শতাংশের পছন্দ স্যামসংয়ের ফোন। বাকিরা অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করেন।
advertisement
3/7
সবচেয়ে বড় বাজার: আইফোনের সবচেয়ে বড় বাজার হল জাপান। এই দেশের ৫৯ শতাংশ নাগরিক আইফোন ব্যবহার করেন। অর্থাৎ প্রতি ৫ জনের মধ্যে ৩ জনের হাতে আইফোন দেখা যায়। জাপানের ৯ শতাংশ নাগরিক স্যামসংয়ের ফোন ব্যবহার করেন। বাকি ৩২ শতাংশ মানুষ কেনেন অন্যান্য ব্র্যান্ডের ফোন।
advertisement
4/7
দ্বিতীয় এবং তৃতীয়: সবচেয়ে বেশি আইফোন ব্যবহারকারী দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কানাডা। এখানকার ৫৬ শতাংশ মানুষের পছন্দের ব্র্যান্ড আইফোন। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এই দেশের ৫৩ শতাংশ মানুষ আইফোন ব্যবহার করেন।
advertisement
5/7
ভারতে কী অবস্থা: ভারতে গত কয়েক বছরে আইফোনের জনপ্রিয়তা বেড়েছে। বেড়েছে বিক্রিও। কিন্তু তারপরেও এখনও পর্যন্ত দেশের ৫ শতাংশ মানুষই আইফোন ব্যবহার করেন। ১৯ শতাংশের পছন্দের ব্র্যান্ড স্যামসং। ৭৬ শতাংশ মানুষ শাওমি, ওপ্পো, ভিভো-এর মতো ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করেন বলে পরিসংখ্যান থেকে জানা গিয়েছে।
advertisement
6/7
চিনে মাত্র ২১ শতাংশ মানুষ আইফোন ব্যবহার করেন। এখানে শাওমি, অপ্পো এবং ভিভো-এর মতো ব্র্যান্ডের রমরমা বাজার। ব্রিটেনের ৪৮ শতাংশ, জার্মানির ৩৪ শতাংশ এবং ফ্রান্সের ৩৫ শতাংশ লোক আইফোন ব্যবহার করেন।
advertisement
7/7
এছাড়া দক্ষিণ কোরিয়া এবং ব্রাজিলের ১৮ শতাংশ এবং ১৮ শতাংশ মানুষ আইফোন ব্যবহার করেন। ইতালিতে আইফোন ব্যবহারকারীর সংখ্যা ৩০ শতাংশ। একইভাবে মেক্সিকো এবং রাশিয়ার যথাক্রমে ২০ শতাংশ এবং ১২ শতাংশ লোক আইফোন ব্যবহার করেন বলে জানা গিয়েছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
বলুন তো, আইফোন কোন দেশের মানুষ সব থেকে বেশি ব্যবহার করেন? বড় বাজার 'এই' দেশে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল