এসব মোবাইলে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ, দেখে নিন তালিকা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
২০২০ সালে হোয়াটসঅ্যাপ কোন কোন মোবাইলে কাজ করবে না ! দেখুন তালিকা
advertisement
1/5

কিছু WhatsApp ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ৷ ১ জানুয়ারি থেকে বেশ কয়েকটি স্মার্টফোনে বন্ধ হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপ।
advertisement
2/5
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে যে Windows ফোনগুলিতে আর চলবে না হোয়াটসঅ্যাপ। Windows mobile operating system- এ মূলত আর কোনও আপডেট পাবে না, এমনকি আর নতুন কোনও ফির্চাসও পাওয়া সম্ভব না এই ফোনগুলিতে। ১ জুলাই ২০১৯ থেকেই Windows Store থেকে সরিয়ে দেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপ।
advertisement
3/5
iOS 8 বা ওর থেকে পুরনো iOS-দ্বারা পরিচালিত iPhone বা iPad-এ ১ ফেবরুয়ারি ২০২০ থেকে আর চলবে না হোয়াটসঅ্যাপ। কর্তৃপক্ষ এটাও জানিয়েছে যে, ৪.০.৩ ভার্সানের নিচের ভার্সানের মোবাইল গুলিতে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।
advertisement
4/5
যদি কোনও iOS ৮ ইউজার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান তাহলে একটা কথা মাথায় রাখতে হবে আপনাকে, সেটা হল কোনও ভাবেই যেন আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ আনইন্সটল না হয়।
advertisement
5/5
বাদ যায়নি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমও। ২.৩.৭ ভার্সন বা তার থেকে পুরনো অ্যান্ড্রয়েড সিস্টেমেও বন্ধ হয়েছে হোয়াটসঅ্যাপ পরিষেবা। হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে যারা ৬ বছর পুরনো হ্যান্ডসেট ব্যবহার করছে তাঁরা আর পারবে না নতুন অ্যাকাউন্ট খুলতে না পারবে ভেরিফিকেশন করেতে।