WhatsApp New Feature: বড়সড় আপডেট এল WhatsApp-এ, আর দেখা যাবে না Typing...
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
WhatsApp New Feature: আর কেউ লিখলে দেখা যাবে না Typing, অন্যে টাইপ করছে দেখাতে নতুন চমক নিয়ে আসছে WhatsApp
advertisement
1/5

কাউকে মেসেজ করার পরে সে যদি সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর দেয়, তবে WhatsApp-এর সেই চ্যাট উইন্ডোতে Typing লেখা ভেসে ওঠার সঙ্গে আমরা সকলেই পরিচিত। না হয়ে উপায়ও নেই। বাজারে এবং ফোনে যত বিকল্পই থাক না কেন, WhatsApp অ্যাকাউন্ট এখন একটা প্রায় সবারই থাকে।
advertisement
2/5
তবে কথা হল, প্রত্যুত্তর আসার সেই চিরচেনা Typing আর থাকবে না। ইউজারের অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করে তুলতে ব্যাপারটাকে আমূল বদলে দিচ্ছে মেটা মালিকানাধীন এই সংস্থা, যা নিঃসন্দেহে WhatsApp-এর ফিচারের দিক থেকে এক বড়সড় আপগ্রেড।
advertisement
3/5
সঙ্গত কারণেই প্রশ্ন উঠবে, এবার তাহলে কী থাকতে চলেছে Typing ভেসে ওঠার পরিবর্তে? জানা গিয়েছে যে এবার থেকে চ্যাট উইন্ডোতে, স্ক্রিনের ডান দিকে বাবল ফরম্যাটে এই প্রত্যুত্তর দেওয়ার ব্যাপারটা চোখে পড়বে। তিনটে বিন্দু সেখানে নড়াচড়া করবে, যতক্ষণ পর্যন্ত অপরজন তাঁর বক্তব্য টাইপ করবেন। লেখা শেষ হলে তিনি যখন সেই মেসেজ সেন্ড করবেন, তখন তা আমাদের ফিডে চলে আসবে।
advertisement
4/5
জানা গিয়েছে যে WhatsApp Android 2.24.21.18 বিটা ভার্সনে এই ফিচার ইতিমধ্যেই টেস্ট করে দেখা হয়ে গিয়েছে। কিছু দিনের মধ্যেই তা পুরোদস্তুর চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। Typing ভেসে ওঠা বহু দিন ধরে WhatsApp-এ চ্যাটের এক অবিচ্ছেদ্য অঙ্গ, নতুন এই আপডেট ইউজারদের পছন্দ হবে কি না সেটা তর্কসাপেক্ষ। তবে, পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতেই হবে।
advertisement
5/5
শুধু এই নয়, WhatsApp-এ আরও নানা ফিচার আসতে চলেছে। ভিডিও কলে যোগ হতে চলেছে এআর ফিল্টার এবং ব্যাকগ্রাউন্ড বদল করার মতো নানা সুবিধা, যা ইউজারের প্রাইভেসিকে বজায় রাখবে। ঠিক যেমনটা গুগল মিট বা জুম-এ হয়, তেমনই! বুঝতে অসুবিধা নেই, প্রতিযোগীদের টেক্কা দেওয়ার কোনও পথই আর বাকি রাখতে চায় না WhatsApp।