TRENDING:

WhatsApp-এ আসছে নতুন ফিচার, ইউজাররা এবার কী কী সুবিধা পাবেন জেনে নিন

Last Updated:
WhatsApp Update: খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপের চেহারা পাল্টাতে চলেছে। আসতে চলেছে থিম ফিচার। এমনটা জানিয়েছে WABetaInfo-ও।
advertisement
1/7
WhatsApp-এ আসছে নতুন ফিচার, ইউজাররা এবার কী কী সুবিধা পাবেন জেনে নিন
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হল হোয়াটসঅ্যাপ। কোটি কোটি ইউজার ব্যবহার করেন। তাঁদের ধরে রাখতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ফিচার নিয়ে আসে মেটা। তবে দীর্ঘদিন হোয়াটসঅ্যাপের লুকে কোনও পরিবর্তন হয়নি। একই রকম আছে।
advertisement
2/7
টেক বিশেষজ্ঞরা মনে করছেন, খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপের চেহারা পাল্টাতে চলেছে। আসতে চলেছে থিম ফিচার। এমনটা জানিয়েছে WABetaInfo-ও। এই ফিচারে ইউজাররা আগে থেকে ইনস্টল করা থিমে চ্যাট বাবলের রঙ এবং তার সঙ্গে থাকা ওয়ালপেপার বেছে নিতে পারবেন।
advertisement
3/7
অ্যান্ড্রয়েড ইউজাররাই সবার আগে থিম ফিচার ব্যবহার করতে পারবেন। Android 2.24.20.12 আপডেটে ইতিমধ্যে এসেও গিয়েছে। বিটা আপডেটেও দেখা যাচ্ছে। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ ১১টি ডিফল্ট চ্যাট থিম ডিজাইন করেছে। যা কাস্টমাইজযোগ্য এবং বৈচিত্রে পূর্ণ।
advertisement
4/7
WABetaInfo একটি স্ক্রিনশট শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে, বিটা ভার্সানে চ্যাট থিম নামে একটি নতুন ক্যাটেগরি রয়েছে। এখানে থাকছে দুটি অপশন। ‘মেসেজ কালার’ এবং ‘ওয়ালপেপার’। এই অপশনে ক্লিক করেই চ্যাট ওয়ালপেপার এবং চ্যাট বাবল রঙ বদলাতে পারবেন ইউজার।
advertisement
5/7
থিম ফিচার চালু হয়ে গেলে ইউজাররা চ্যাটের লুক কাস্টমাইজ করতে পারবেন। WABetaInfo-এর প্রতিবেদনে বলা হয়েছে, যে সব ইউজার ডার্ক থিম ব্যবহার করেন, তাঁরা এখন থেকে ব্রাইটনেস লেভেল ঠিক করতে পারবেন নিজেরাই।
advertisement
6/7
ইউজার যখন কোনও থিম বাছবেন তখন ওয়ালপেপার এবং চ্যাট বাবলের রঙও তার সঙ্গে সামঞ্জস্য রেখে বদলে যাবে। কারণ প্রতিটা থিমেরই স্বতন্ত্র ওয়ালপেপার থাকছে। বাবল রঙের সঙ্গে ওয়ালপেপার যাতে মানানসই হয়, সেদিকে বিশেষ নজর রেখেছে হোয়াটসঅ্যাপ। দেখা হচ্ছে, সামগ্রিক লুক যেন আকর্ষণীয় হয়। তবে ইউজার পছন্দসই বাবল রঙের সঙ্গে আলাদা ওয়ালপেপার নিতে পারেন। সেই স্বাধীনতাও দেবে হোয়াটসঅ্যাপ।
advertisement
7/7
জানা গিয়েছে, ১১টি চ্যাট থিমের মধ্যে ইউজার যে কোনও একটি বেছে নিতে পারবেন। সেটাই ডিফল্ট চ্যাট থিম হিসাবে সেট হয়ে যাবে। সেই অনুযায়ী ওয়ালপেপার এবং বাবলের রঙ বদলে যাবে। তবে এই ফিচার কবে থেকে চালু হবে তা এখনও জানায়নি হোয়াটসঅ্যাপ।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp-এ আসছে নতুন ফিচার, ইউজাররা এবার কী কী সুবিধা পাবেন জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল