WhatsApp-এ সারাক্ষণ অ্যাক্টিভ? কোটি কোটি ব্যবহারকারীদের জন্য সরকারের সতর্কবার্তা! সাবধান না হলে বিপদে পড়বেন
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp Hacking: ডেস্কটপের জন্য হোয়াটসঅ্যাপে একটি নিরাপত্তা ত্রুটি রয়েছে যা হ্যাকারদের নির্বিচারে কোড চালানোর অনুমতি দিতে পারে।
advertisement
1/8

WhatsApp-এর ডেস্কটপ ইউজারদের জন্য ঝুলছে নিরাপত্তা সংক্রান্ত বিপদের খাঁড়া। চলতি সপ্তাহেই এ নিয়ে সতর্কতা জারি করেছে ভারত সরকার। যাঁরা নিজেদের PC-তে ডেস্কটপ অ্যাপ ইনস্টল করেছেন, তাঁদের উদ্দেশ্যে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির অধীনে থাকা ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অথবা CERT-IN গত ৯ এপ্রিল অত্যন্ত গুরুতর সতর্কতা জারি করেছিল।
advertisement
2/8
জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ বর্তমানে স্ক্যামারদের অত্যন্ত পছন্দের জায়গা হয়ে উঠেছে। আসলে এই অ্যাপ যথেচ্ছ ভাবে ব্যবহৃত হয়। আর তাই জনপ্রিয় এই মেসেজিং অ্যাপেই প্রতারণার ফাঁদ পাতছে স্ক্যামাররা। এই ধরনের সমস্যা WhatsApp-এর ৪০০ মিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারীর অবাঞ্ছিত মনোযোগ আকর্ষণ করেছে।
advertisement
3/8
WhatsApp-এর সিকিউরিটি সংক্রান্ত বিষয়: এটা কি উদ্বেগের সময়? হ্যাকাররা যদি এই ঝুঁকিগুলিকে কাজে লাগিয়ে ফেলতে পারে, তাহলে WhatsApp ব্যবহারকারীরা স্পুফিং অ্যাটাকের ঝড়ের মুখে পড়তে পারেন। এটাই জানা গিয়েছে সিকিউরিটি অ্যালার্ট থেকে।
advertisement
4/8
CERT-In নোটে ব্যাখ্যা করা হয়েছে যে, MIME টাইপ এবং ফাইল এক্সটেনশনের মধ্যে ভুল কনফিগারেশনের কারণে এই ঝুঁকি দেখা দিয়েছে। যা ভুলভাল অ্যাটাচমেন্ট খুলতে ব্যবহারকারীকে বাধ্য করে। আর ম্যালিশাস অ্যাটাচমেন্ট তৈরি করে এই ঝুঁকিগুলিকে কাজে লাগাতে পারে একজন হামলাকারী। যা ম্যানুয়ালি WhatsApp খোলার ক্ষেত্রে একটা পছন্দসই কোড তৈরি করে।
advertisement
5/8
এই সিকিউরিটি রিস্ক বেশিরভাগ ক্ষেত্রেই WhatsApp-এর ডেস্কটপ অ্যাপের সঙ্গে যুক্ত। যা Windows PC-তে রান করে। সংস্থার তরফে জানানো হয়েছে যে, এই ধরনের স্পুফ অ্যাটাকের ঝুঁকির মুখে পড়ে Windows ভার্সনের 2.2450.6-এর আগের ভার্সনের WhatsApp Desktop।
advertisement
6/8
ইতিমধ্যেই জনসাধারণের জন্য একটি বিস্তারিত সিকিউরিটি অ্যাডভাইজরি প্রকাশ করেছে WhatsApp। সেখানে পরামর্শ দেখা হয়েছে যে, WhatsApp ডেস্কটপ অ্যাপ ব্যবহারকারীদের লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে। কিন্তু আপডেট করার জন্য কী কী করণীয়, সেটাই দেখে নেওয়া যাক।
advertisement
7/8
WhatsApp ডেস্কটপ অ্যাপের লেটেস্ট ভার্সনে আপডেট করার উপায়: ১. প্রথমে Microsoft Store থেকে WhatsApp আপডেট করতে পারেন ব্যবহারকারীরা। ২. এবার Microsoft Store-এ WhatsApp Messenger খুঁজে বার করতে হবে। ৩. এরপর Update-এর উপর ক্লিক করতে হবে।
advertisement
8/8
চলতি বছরের এপ্রিল মাসে তুমুল ব্যস্ততার মধ্যে রয়েছে এই নিরাপত্তা সংস্থাটি। বিগত কয়েক দিনে দেশের iPhone 16 এবং Android 15 স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সতর্কতা জারি করেছিল।