WhatsApp গ্রুপ চালানোর জন্য নিতে হবে লাইসেন্স? দিতে হবে টাকা? কেন এমন নিয়ম করল সরকার
- Published by:Ananya Chakraborty
- trending-desk
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp Group Owner Registration: নতুন নিয়মের অধীনে নিজেদের আইডেন্টিটি রেজিস্টার করাতে হবে WhatsApp গ্রুপ অ্যাডমিনদের। সেই সঙ্গে গ্রুপ চালানোর একটি লাইসেন্স পেতে হবে
advertisement
1/6

WhatsApp নিয়ে একটি নতুন নিয়ম চালু করল জিম্বাবোয়ে সরকার। এর অধীনে নিজেদের আইডেন্টিটি রেজিস্টার করাতে হবে WhatsApp গ্রুপ অ্যাডমিনদের। সেই সঙ্গে গ্রুপ চালানোর একটি লাইসেন্স পেতে হবে। এই নিয়মটি ঘোষণা করেছেন ইনফর্মেশন, কমিউনিকেশন টেকনোলজি, পোস্টাল অ্যান্ড ক্যুরিয়র সার্ভিসেসের মন্ত্রী টাটেন্ডা মেটেরা। এই লাইসেন্সের দাম শুরু হচ্ছে ৫০ ডলার থেকে। যা অ্যাডমিনদের জন্য সবথেকে জরুরি।
advertisement
2/6
সরকারের তরফে বলা হয়েছে যে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে এবং দেশে যাতে শান্তি বজায় থাকে, সেটাই এই নতুন নিয়মের অন্যতম প্রধান লক্ষ্য। জিম্বাবোয়ের Data Protection Act-এর অধীনে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
advertisement
3/6
আর এই পদক্ষেপ যে কোনও তথ্য প্রদান করে। আসলে এই তথ্য যে কোনও ব্যক্তির আইডেন্টিটি প্রকাশ করতে পারে। অথচ এটাকে ব্যক্তিগত তথ্য হিসেবে সুরক্ষিত থাকা আবশ্যক। WhatsApp গ্রুপ অ্যাডমিনদের কাছে গ্রুপের সদস্যদের ফোন নম্বর থাকে।
advertisement
4/6
এই বিষয়ে তথ্য প্রদান করতে গিয়ে তথ্য মন্ত্রী মনিকা মুতসভাংগওয়া বলেন যে, এই লাইসেন্সের মাধ্যমে ভুল তথ্যের উৎস সহজেই ট্রেস করা সম্ভব। তিনি আরও বলেন যে, শুধুমাত্র WhatsApp-এ সীমিত থাকবে না WhatsApp। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া কার্যকলাপের ক্ষেত্রেও প্রযোজ্য এটি। আর এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটির আওতায় পড়বে ডেটা সুরক্ষা নিয়মের অধীনে ধর্মীয় প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক সংগঠনও।
advertisement
5/6
গোপনীয়তা লঙ্ঘন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: যদিও জাতীয় নিরাপত্তা বা জাতীয় সুরক্ষার প্রেক্ষিতে এটাকে জরুরি পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে সরকার। তবে সমালোচকরা এই নীতির কড়া সমালোচনা করছেন। তাঁদের মতে, এই বিষয়টা আসলে মত প্রকাশের স্বাধীনতা এবং গোপনীয়তার অধিকার লঙ্ঘন। এই নিয়মের অধীনে রেজিস্ট্রেশনের সময় গ্রুপ অ্যাডমিনদের নিজেদের ব্যক্তিগত তথ্য শেয়ার করতে হবে। যা মানুষের গোপনীয়তা বা প্রিভেসির উপর ক্ষতিকর প্রভাব ফেলবে।
advertisement
6/6
মূলত ভুল তথ্য যাতে প্রচার না হয়, তার জন্য সম্প্রতি কিছু পরিবর্তন এনেছে WhatsApp। এর মধ্যে অন্যতম হল Search on Web ফিচার। আর এই নতুন পদক্ষেপও তারই অঙ্গ। কিন্তু লাইসেন্সিংয়ের প্রয়োজনীয়তা নিয়ে অনলাইন কমিউনিটিগুলির মধ্যে একটা বিতর্কের সৃষ্টি করেছে। এই পদক্ষেপের বাস্তবিকতা এবং তার প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ফলে অনলাইনে আপাতত এ নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে।