WhatsApp-এ এই ৫টি প্রিভেসি ফিচার সম্পর্কে জানা আছে তো? সুরক্ষিত থাকতে আজই জেনে নিয়ে ঝটপট এনেবল করে ফেলুন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp Privacy Features: ব্যবহারকারীরা যদি নিজেদের প্রোফাইলে আনঅথোরাইজড অ্যাক্সেস নিয়ে উদ্বিগ্ন হন, কিংবা আনওয়ান্টেড গ্রুপ ইনভাইট অথবা মেসেজ ভিজিবিলিটি নিয়ে জেরবার হন, তাহলে তাঁদের সঠিক সেটিংস এনেবল করা উচিত।
advertisement
1/7

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য এবং কথোপকথন সুরক্ষিত রাখার জন্য একাধিক বিল্ট-ইন প্রিভেসি ফিচার প্রদান করে WhatsApp। ব্যবহারকারীরা যদি নিজেদের প্রোফাইলে আনঅথোরাইজড অ্যাক্সেস নিয়ে উদ্বিগ্ন হন, কিংবা আনওয়ান্টেড গ্রুপ ইনভাইট অথবা মেসেজ ভিজিবিলিটি নিয়ে জেরবার হন, তাহলে তাঁদের সঠিক সেটিংস এনেবল করা উচিত।
advertisement
2/7
এখানে রইল ৫টি প্রধান প্রিভেসি ফিচার। এর মধ্যে রয়েছে কিছু অ্যাডভান্সড অপশনও। প্রিভেসি নিয়ে যাঁরা সদা-সচেতন, সেই সমস্ত WhatsApp ব্যবহারকারীরা নিজেদের চ্যাট এবং অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এই ফিচারগুলি এনেবল করে রাখতে পারেন।
advertisement
3/7
Advanced Chat Privacy: WhatsApp-এ Advanced Chat Privacy হল এমন একটি ফিচার, যা প্রাথমিক প্রিভেসি সেটিংসকে ছাপিয়ে সুরক্ষা দিতে সক্ষম। প্রাথমিক প্রিভেসি সেটিংসের মধ্যে অন্যতম হল- লাস্ট সিন অথবা প্রোফাইল ফটো গোপন রাখা। যাঁদের মনে হয়, সংবেদনশীল চ্যাট দেখা হচ্ছে কিংবা অ্যাক্সেস করা হচ্ছে, তাঁদের জন্য এই ফিচার উপযোগী হতে পারে। ইন্ডিভিজ্যুয়াল বা গ্রুপ চ্যাটে একবার এনেবল করা হলে চ্যাটের অপব্যবহার রোধ করা সম্ভব। সেই সঙ্গে গ্যালারিতে মিডিয়া ডাউনলোড হবে না। এটি এনেবল করার জন্য চ্যাট নেম ট্যাপ করে তারপর Advanced Chat Privacy সিলেক্ট করতে হবে।
advertisement
4/7
End-to-end encrypted backup: WhatsApp-এ End-to-end encrypted backup নামে একটি ফিচার রয়েছে। যা ব্যবহারকারীর চ্যাট হিস্ট্রি এবং ক্লাউড ব্যাকআপে থাকা মিডিয়াকে এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত রাখে। এর অর্থ হল, ব্যবহারকারী শুধুমাত্র ব্যাকআপ অ্যাক্সেস করতে পারবেন। এনক্রিপশনে ব্যবহার করা হয় একটি অনন্য পাসওয়ার্ড অথবা ৬৪ ডিজিটের এনক্রিপশন কি। এটি এনেবল করার জন্য WhatsApp খুলে Settings; Chats > Chat Backup-এ যেতে হবে। এবার End-to-end Encrypted Backup-এ ট্যাপ করে Turn On সিলেক্ট করতে হবে। এরপর পাসওয়ার্ড সেট করতে বলা হবে।
advertisement
5/7
Control who can add you to groups: যাঁর কাছে ব্যবহারকারীর ফোন নম্বর থাকবে, তিনিই তাঁকে গ্রুপে অ্যাড করতে পারবেন। বিষয়টা অনেক সময় বিরক্তিকর হয়ে ওঠে। কিন্তু কে গ্রুপে অ্যাড করতে পারবেন, সেটা নিয়ন্ত্রণ করা জরুরি। এর জন্য Everyone, My Contacts অথবা My Contacts Except - এই তিনটি অপশন থেকে বেছে নিতে হবে। এই ফিচার এনেবল করতে WhatsApp-এ Settings > Privacy > Groups-এ যেতে হবে। এবার নিজের পছন্দসই বিকল্প বেছে নিতে হবে।
advertisement
6/7
Silence Unknown Callers: এই প্রিভেসি ফিচার নিজে থেকেই এমন কল মিউট করে দেবে, যে নম্বর ব্যবহারকারীর কন্ট্যাক্টে সেভ করা নেই। কল লগ এবং নোটিফিকেশনে এলেও কল আসলে ফোনে রিং হবে না কিংবা ভাইব্রেশনও হবে না। এতে স্প্যাম, স্ক্যামের আশঙ্কা কমে। এটি এনেবল করার জন্য Settings > Privacy > Calls-এ গিয়ে Silence Unknown Callers অপশনে টগল করতে হবে।
advertisement
7/7
View once for photos and videos: এই WhatsApp ফিচার ছবি এবং ভিডিও পাঠানোর অনুমতি দেবে, যা প্রাপক শুধুমাত্র একবারই দেখতে পারবেন। মিডিয়া একবার দেখা হলেই তা চ্যাট থেকে উধাও হয়ে যাবে। তা রিপ্লে, সেভ অথবা ফরওয়ার্ড করা যাবে না। এই ফিচার ব্যবহার করতে গেলে ছবি অথবা ভিডিও সেন্ড করার আগে 1 আইকনে ট্যাপ করতে হবে।