TRENDING:

WhatsApp New Feature: এবার অ্যাপ থেকে সরাসরি সার্চ করা যাবে ছবি, নয়া ফিচার আনছে WhatsApp

Last Updated:
WhatsApp New Feature: অ্যাপটির মধ্যে সরাসরি ওয়েব-ভিত্তিক ছবি সার্চ করার সুবিধা দেবে এই ফিচারটি।
advertisement
1/5
এবার অ্যাপ থেকে সরাসরি সার্চ করা যাবে ছবি, নয়া ফিচার আনছে WhatsApp
সারা বিশ্বে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম হল WhatsApp। বরাবরই জনপ্রিয় এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন ফিচার এনে থাকে। সেভাবেই আপাতত একটি নয়া ফিচার নিয়ে কাজ করছে WhatsApp। শেয়ার করা ছবির সত্যতা যাচাই করাই লক্ষ্য এই ফিচারটির।
advertisement
2/5
আসলে অ্যাপটির মধ্যে সরাসরি ওয়েব-ভিত্তিক ছবি সার্চ করার সুবিধা দেবে এই ফিচারটি। বাছাই করা বিটা ব্যবহারকারীদের মধ্যে ধীরে ধীরে এই ফিচার রোল আউট করা হবে। যা ছবি দেখার সময় অ্যাপের অপশন মেন্যুর মাধ্যমে অ্যাক্সেস করা যাবে। WABetaInfo ইতিমধ্যেই বিশদ তথ্য ভাগ করে নিয়েছে। ইঙ্গিত দিয়ে তারা জানিয়েছে যে, বিটা ব্যবহারকারীরা এখন এই টুল ব্যবহার করতে পারবেন। যা নিরাপত্তা এবং সুবিধার অতিরিক্ত স্তর প্রদান করবে। সেই সঙ্গে এটি ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করতে মূল্যবান হয়ে উঠবে।
advertisement
3/5
এই যুগে ডিজিটাল কায়দায় কাটাছেঁড়া করা ছবি এবং ভুল তথ্যের রমরমা বাজার। আর WhatsApp-এর এই নতুন ফিচারটি আসলে প্র্যাকটিক্যাল টুল হিসেবে কাজ করে। যা ব্যবহারকারীদের সঠিক তথ্য প্রদান করবে। ব্যবহারকারীদের হাতে অনেক সময় সঠিক তথ্যের অ্যাক্সেস থাকে না, বিশেষ করে তখন, যখন একাধিক চ্যানেলে ব্যাপক ভাবে কোনও ছবি ছড়িয়ে পড়ে। ছবির সত্যতা যাচাই করার ক্ষেত্রে সুবিধা হবে ব্যবহারকারীদের। ভুলভাল তথ্য এবং গুজব ছড়িয়ে পড়া কমাতে সাহায্য করবে WhatsApp। ফলে নিরাপদ তথ্যের একটা পরিবেশ তৈরি হবে।
advertisement
4/5
এই ফিচার ব্যবহার করার উপায়: এই ফিচার ব্যবহার করার জন্য নিজেদের WhatsApp চ্যাটে একটি ছবি খুলতে হবে ব্যবহারকারীকে। এরপর থ্রি-ডট মেন্যু আইকনে ক্লিক করতে হবে। এবার ওভারফ্লো মেন্যু থেকে Search on web সিলেক্ট করতে হবে। এর ফলে রিভার্স ইমেজ সার্চ হবে। এতে ছবির আসল উৎস খুঁজে পাওয়া সম্ভব হবে। ছবিটি আদৌ এডিটেড কি না, সেটাও বোঝা যাবে।
advertisement
5/5
এই সার্চ ফাংশনের মাধ্যমে WhatsApp-এর আসল উদ্দেশ্য হল, তথ্যের উপর ইউজার কন্ট্রোল বজায় রাখা। একটি মাত্র ট্যাপের সাহায্যে ব্যবহারকারীরা ছবির অরিজিন অথবা ব্যাকগ্রাউন্ড ভাল ভাবে বুঝতে পারবেন। এর সত্যতা যাচাই করার জন্য অন্য কোথাও যেতে হবে না। ফলে সময়ও অনেকটাই বেঁচে যাবে। মোট কথা, এই ইন্টিগ্রেটেড টুলটির মাধ্যমে দ্রুত কোনও ছবি সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমেই ক্রস-চেক করে নেওয়া সম্ভব। এতে রোজকার আলাপচারিতায় স্বচ্ছতা এবং বিশ্বাসও বজায় থাকবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp New Feature: এবার অ্যাপ থেকে সরাসরি সার্চ করা যাবে ছবি, নয়া ফিচার আনছে WhatsApp
Open in App
হোম
খবর
ফটো
লোকাল