TRENDING:

WhatsApp New Feature: ইনস্টাগ্রামের মতো ফিচার এবার হোয়াটসঅ্যাপেও! কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা?

Last Updated:
WhatsApp New Feature: WhatsApp স্টেটাস আপডেটে এবার জুড়ছে প্রাইভেট ট্যাগিং, দেখে নিন ঠিক কী সুবিধা পেতে চলেছেন আপনি
advertisement
1/5
ইনস্টাগ্রামের মতো ফিচার এবার হোয়াটসঅ্যাপেও! কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা?
পরবর্তী কয়েক মাসে স্টেটাস আর আপডেট নিয়ে আরও বেশি কাজ চলবে। আনা হবে নতুন নতুন ফিচার, আপগ্রেড করা হবে দুটোকেই, এক বিবৃতিতে ইতিপূর্বে সে কথা জানিয়েছিল WhatsApp। ইউজাররা খুব একটা অবাক হননি। এই প্ল্যাটফর্মে যে ইনস্টাগ্রামের মতো অনেক ফিচার আসতে চলেছে, তা জানতে পেরে বরং তাঁরা খুশিই হয়েছিলেন।
advertisement
2/5
এবার তারই এক ধাপ হিসেবে WhatsApp-এ যুক্ত হতে চলেছে স্টেটাস আপডেটে প্রাইভেট ট্যাগিংয়ের সুবিধা। বিষয়টা যেরকম মনে হচ্ছে, একেবারেই তা-ই! ইউজার চাইলে পছন্দের কাউকে তাঁর স্টেটাসে ট্যাগ করতে পারেন, এতে করে সেই পোস্ট বিশেষ করে যাঁকে ট্যাগ করা হল, তাঁর সঙ্গে রি-শেয়ার হবে আর কী! যদিও, সেই পোস্টে কাকে ট্যাগ করা হল, তা শো করবে না WhatsApp।
advertisement
3/5
ভাল বিষয়, সন্দেহ নেই। প্রাইভেসিও রইল, আবার মনের কথা জানানোও গেল। WhatsApp-ও সেটাই চায়। এক বিবৃতিতে তাই জানানো হয়েছে মেটা-মালিকানাধীন সংস্থার তরফে যে, কাছের মানুষদের কাছে, পছন্দের মানুষদের কাছে স্টেটাস আপডেট যাতে পৌঁছয়, সেই ব্যাপারটা এবার পাকাপাকিভাবে নিশ্চিত হল। কেন না, যাঁদের ট্যাগ করা হল, তাঁদের নোটিফিকেশনও পাঠাবে WhatsApp আলাদা করে অন্যের অজান্তে।
advertisement
4/5
এছাড়া স্টেটাস আপডেট লাইক করার সুবিধাও না কি থাকছে। বাটনে একটা মাত্র ট্যাপ স্রেফ দরকার- তাতেই পছন্দের স্টেটাস লাইক হয়ে যাবে। এখানেও প্রাইভেসি বজায় থাকবে পুরোদস্তুর। যাঁর স্টেটাস লাইক করা হল, সেই পোস্টে এই লাইক শো করা হবে না, শুধু ওই ব্যক্তি নোটিফিকেশন পাবেন এবং একা তিনিই এটা দেখতে পাবেন।
advertisement
5/5
এছাড়া Meta AI ভয়েস মোড ফিচার নিয়েও কাজ চলছে যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন ইউজার। জানা গিয়েছে, এক্ষেত্রে ইউকে এবং ইউএস দুই অ্যাকসেন্টই রাখা হবে Meta AI ভয়েস মোডে, যাতে কারও বুঝতে অসুবিধা না হয়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp New Feature: ইনস্টাগ্রামের মতো ফিচার এবার হোয়াটসঅ্যাপেও! কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল