WhatsApp Tips: প্রেমিকার থেকে লুকিয়ে রাখা যাবে মেসেজও! WhatsApp-এর গোপন এই ৪ ফিচার অনেকেই জানেন না
- Published by:Ankita Tripathi
- trending desk
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক WhatsApp-এর এমনই কিছু গোপন ফিচারের সমস্ত খুঁটিনাটি, যাতে অন্যদের নজরদারি এড়িয়ে শান্তিতে থাকা যায়।
advertisement
1/8

WhatsApp একটি খুবই জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম। আমরা প্রায় সকলেই দীর্ঘদিন ধরে WhatsApp ব্যবহার করে আসছি। কিন্তু, এর অনেক এমন ফিচার রয়েছে, যা সবাই জানেন না। এক নজরে দেখে নেওয়া যাক WhatsApp-এর এমনই কিছু গোপন ফিচারের সমস্ত খুঁটিনাটি, যাতে অন্যদের নজরদারি এড়িয়ে শান্তিতে থাকা যায়।
advertisement
2/8
আমরা অনেকেই বছরের পর বছর ধরে WhatsApp ব্যবহার করে আসছি। কিন্তু, এটা বললে ভুল হবে না যে, এর সমস্ত ফিচার আমরা ব্যবহার করিনি। এক নজরে তাই দেখে নেওয়া যাক WhatsApp-এর গোপন কয়েকটি ফিচার। যা জানলে নিজেদেরই সুবিধা।
advertisement
3/8
WhatsApp-এ ব্লু টিক বন্ধ করার উপায় - কেউ যদি WhatsApp-এ একটি বার্তা পান এবং সঙ্গে সঙ্গে সেই বার্তার রিপ্লাই জানাতে না চান, তাহলে কী করা উচিত? কারণ একই সঙ্গে তিনি চান যে প্রেরক যেন না জানতে পারেন তিনি ইতিমধ্যেই বার্তাটি দেখেছেন। এমন হলে প্রেরক বুঝতে পারবেন যে, তিনি সেই বার্তা দেখেও রিপ্লাই দেননি।
advertisement
4/8
তাই সবচেয়ে ভাল উপায় হল ব্লু টিক বন্ধ করা। এর জন্য ইউজারদের Settings অপশনে যেতে হবে। এরপর Account সিলেক্ট করতে হবে এবং Privacy অপশনে গিয়ে Read Receipts অপশন বন্ধ করে দিতে হবে।
advertisement
5/8
WhatsApp-এ প্রোফাইল ছবি হাইড করার উপায় - সোশ্যাল মিডিয়া এবং ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের কারণে গোপনীয়তা বজায় রাখা কঠিন হয়ে উঠেছে। কারণ সবাই খুব সহজে ইউজারদের ছবি, অবস্থান এবং অনেক ধরনের ডেটা দেখতে পারেন। কিন্তু, ইউজারদের নিজেদেরই খেয়াল রাখা উচিত যে, তাঁদের গোপনীয়তা কতটা গুরুত্বপূর্ণ। তাই এমন পরিস্থিতিতে WhatsApp-এর প্রোফাইল ফটোও পাবলিক রাখা উচিত নয়।
advertisement
6/8
এর জন্য Settings অপশনে যেতে হবে। এরপর Privacy অপশনে গিয়ে Profile Photo অপশন সিলেক্ট করতে হবে। এখানে যদি Nobody নির্বাচন করা হয়, তাহলে কেউ প্রোফাইল ফটো দেখতে পাবেন না। অন্য দিকে ইউজাররা যদি Contacts সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র যাঁদের নম্বর তিনি সেভ করেছেন, তাঁরাই ফটো দেখতে সক্ষম হবেন।
advertisement
7/8
WhatsApp গ্রুপ মিউট করার উপায় - অনেক ইউজার WhatsApp-এর বিভিন্ন গ্রুপে যুক্ত রয়েছেন। গ্রুপে প্রায় সারাক্ষণই কেউ কিছু না কিছু বলতে থাকেন। এই কারণে বার বার নোটিফিকেশন আসতে থাকে যা ইউজারদের বিরক্ত করে। তাই খুব বেশি প্রয়োজন না হলে সেই গ্রুপকে মিউট করা উচিত। এর জন্য ইউজারদের প্রথমেই সেই গ্রুপে যেতে হবে এবং এর নামের উপর ক্লিক করতে হবে। এরপর Group Info সিলেক্ট করতে হবে। এখানে ইউজাররা নিজেদের পছন্দ অনুযায়ী গ্রুপটিকে ৮ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ বছরের জন্য মিউট করতে পারেন।
advertisement
8/8
WhatsApp-এ লাস্ট সিন হাইড করার উপায় - WhatsApp-এ যে কেউ লাস্ট সিন দেখার পরে, যে কোনও সময় বার্তা দিতে পারেন। কিন্তু, এটি বন্ধও করা যেতে পারে যাতে কেউ জানতে না পারেন ইউজার কখন সক্রিয় ছিলেন। এর জন্য ইউজারদের Privacy Menu অপশনে যেতে হবে। এরপর এটিতে Last Seen অপশন দেখা যাবে। এখানে ইউজাররা Everybody সিলেক্ট করে সবার জন্য লাস্ট সিন অপশন হাইড করতে পারেন। এছাড়াও ইউজাররা এখানে Contacts অপশন সিলেক্ট করতে পারেন নির্দিষ্ট কারও কাছ থেকে লাস্ট সিন লুকিয়ে রাখতে।