TRENDING:

India ePassport Rollout: ভারতে চালু ই-পাসপোর্ট, তাহলে পুরনোগুলো কী বাতিল? কীভাবে করবেন আবেদন? জানুন এক ক্লিকে

Last Updated:
India ePassport Rollout: ই-পাসপোর্টের অর্থ হল, ইলেকট্রনিক পাসপোর্ট। যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি। যা ট্র্যাডিশনাল পেপার পাসপোর্টের তুলনায় একেবারে ভিন্ন।
advertisement
1/9
ভারতে চালু ই-পাসপোর্ট, তাহলে পুরনোগুলো কী বাতিল? কীভাবে করবেন আবেদন? জানুন এক ক্লিকে
দেশের বাইরে ভ্রমণ করতে গেলে পাসপোর্টের প্রয়োজন হয়। এবার থেকে আর সেই কাগজের বইয়ের মতো থাকবে না পাসপোর্ট। কারণ সম্প্রতি ভারত চালু করেছে ই-পাসপোর্ট। যাতে পাসপোর্ট হোল্ডারের পরিচিতি এবং নিরাপত্তা আরও ভাল হয়। ই-পাসপোর্টের অর্থ হল, ইলেকট্রনিক পাসপোর্ট। যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি।
advertisement
2/9
যা ট্র্যাডিশনাল পেপার পাসপোর্টের তুলনায় একেবারে ভিন্ন। গত ১ এপ্রিল ২০২৪ তারিখ থেকে Passport Seva Program (PSP) ভার্সন 2.0-র আওতায় ই-পাসপোর্টের পাইলট প্রজেক্ট শুরু করেছিল ভারত সরকার। এটি শুরু করো হয়েছিল বিদেশ মন্ত্রকের তরফে। এই বিষয়ে বিশদ তথ্য জেনে নেওয়া যাক।
advertisement
3/9
ই-পাসপোর্ট আসলে কী? যদিও ই-পাসপোর্ট আকারে একেবারে ট্র্যাডিশনাল পেপার পাসপোর্টের মতোই। তবে এর মধ্যে একটি ইলেকট্রনিক চিপ এম্বেড করা থাকবে। যার মধ্যে পাসপোর্ট হোল্ডারের ব্যক্তিগত এবং বায়োমেট্রিক ডেটা থাকবে। এটি কভার পেজেই দেখা যাবে। প্রতারণার বিরুদ্ধে ভাল সুরক্ষা প্রদান করে এই নয়া প্রযুক্তি। সেই সঙ্গে আইডেন্টিটি ভেরিফিকেশন আরও সহজ হয়ে উঠবে।
advertisement
4/9
দেশের কোন কোন শহরে ই-পাসপোর্ট দেওয়া হচ্ছে? সম্প্রতি নাগপুর, ভুবনেশ্বর, জম্মু, গোয়া, শিমলা, রায়পুর, অমৃতসর, জয়পুর, চেন্নাই, হায়দরাবাদ, সুরাত, রাঁচি এবং দিল্লির বাসিন্দাদের জন্যই ই-পাসপোর্ট ইস্যু করা হয়েছে। দেশের অন্যান্য শহরেও এই পরিষেবা ধীরে ধীরে চালু হবে। বিদেশ মন্ত্রকের তরফে নিশ্চিত ভাবে জানানো হয়েছে যে, গোটা দেশেই এই বিষয়টা কার্যকর হবে। বর্তমানে প্রথম পর্যায়ে এই সমস্ত শহরে এই সুবিধা পাওয়া যাবে। মন্ত্রকের মতে, চলতি বছরের মাঝামাঝি সময়ের মধ্যে দেশের সমস্ত পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে এই ব্যবস্থা কার্যকর হয়ে যাবে।
advertisement
5/9
সুবিধা: ১. ডিজিটাল ভাবে স্বাক্ষর করা চিপ উল্লেখযোগ্য ভাবে পাসপোর্ট কপি, প্রতারণা এবং পরিচয় চুরির ঝুঁকি কমিয়ে দেবে। ২. চিপ ব্যবহার করে পাসপোর্ট সহজেই ভেরিফাই করতে পারবেন অভিবাসন আধিকারিকরা। ফলে সীমান্তে পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে বিলম্ব হবে না। ৩. Public Key Infrastructure (PKI) নিশ্চিত করে যে, চিপে এনক্রিপ্ট করা সংবেদনশীল তথ্য জালিয়াতির মাধ্যমে অ্যাক্সেস বা পরিবর্তন করা যাবে না।
advertisement
6/9
পুরনো পাসপোর্ট আপগ্রেড করার প্রয়োজন আছে কি? পুরনো পাসপোর্ট থাকলে তা ই-পাসপোর্টে রূপান্তরিত করার কোনও প্রয়োজন নেই। ট্র্যাডিশনাল পাসপোর্টগুলি অবশ্য মেয়াদ শেষ হওয়ার দিন পর্যন্ত বৈধ থাকবে। এরপরে কিন্তু হোল্ডারকে ই-পাসপোর্টে আপগ্রেড করতে হবে। তবে তা অবিলম্বে আপগ্রেড করার ক্ষেত্রে কোনও রকম বাধ্যবাধকতা নেই।
advertisement
7/9
কীভাবে ই-পাসপোর্ট মিলবে? অনলাইনে ই-পাসপোর্টের জন্য আবেদন করা যায়। বাছাই করা Passport Seva Kendras (PSK) অথবা Regional Passport Offices (RPO) থেকেও তা পাওয়া যেতে পারে।
advertisement
8/9
অনলাইনে ই-পাসপোর্টের জন্য আবেদন করার উপায়: ১. Passport Seva Online Portal-এ রেজিস্টার করতে হবে। ২. রেজিস্টার্ড আইডি ব্যবহার করে লগ-ইন করতে হবে। ৩. Apply for Fresh Passport/Re-issue of Passport-এ ক্লিক করতে হবে। প্রথমবার পাসপোর্টের আবেদন করলে Fresh সিলেক্ট করতে হবে। আর যাঁদের পাসপোর্ট রয়েছে, তাঁদের Reissue-তে ক্লিক করতে হবে।
advertisement
9/9
৪. অনলাইনে ফি দিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ৫. অ্যাপ্লিকেশন রিসিট প্রিন্ট অথবা সেভ করতে হবে। অ্যাপয়েন্টমেন্টের সময় এসএমএস কনফার্মেশন দেখাতে হবে। ৬. নির্ধারিত দিনে সঠিক নথিপত্র নিয়ে বেছে নেওয়া PSK অথবা RPO-তে যেতে হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
India ePassport Rollout: ভারতে চালু ই-পাসপোর্ট, তাহলে পুরনোগুলো কী বাতিল? কীভাবে করবেন আবেদন? জানুন এক ক্লিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল