TRENDING:

Transmission Line Failure: লক্ষ ভোল্টের ট্রান্সমিশন ফেটে গেলে কী হবে জানেন? প্রাণে বাঁচবেন তো! বিরাট আতঙ্ক

Last Updated:
ট্রান্সমিশন লাইনের দিকে তাকিয়ে অনেকেই হয়তো কোনও না কোনও সময় ভেবেছেন যে, এটি ভেঙে গেলে কী হতে পারে!
advertisement
1/10
লক্ষ ভোল্টের ট্রান্সমিশন ফেটে গেলে কী হবে জানেন? প্রাণে বাঁচবেন তো! বিরাট আতঙ্ক
আমরা প্রায় সবাই নিশ্চয়ই কোনও না কোনও সময় ট্রান্সমিশন লাইন দেখেছি। সামনে থেকে না দেখে থাকলেও, অনেকেই টিভিতে কোথাও নিশ্চয়ই সেই ছবি দেখেছেন। ট্রান্সমিশন লাইন আলোকে ট্রান্সমিট করে এবং এটি লাখ লাখ ভোল্টের সঙ্গে কাজ করে।
advertisement
2/10
ট্রান্সমিশন লাইনের দিকে তাকিয়ে অনেকেই হয়তো কোনও না কোনও সময় ভেবেছেন যে, এটি ভেঙে গেলে কী হতে পারে!
advertisement
3/10
প্রাকৃতিক দুর্যোগ হলে তবেই ট্রান্সমিশন লাইন ভাঙা সম্ভব। সেই সময় একজন ব্যক্তি সেটির কাছে থাকলে কী হতে পারে? যদি হাই ভোল্টেজের ট্রান্সমিশন লাইন ভেঙে যায় এবং পড়ে যায়, তাহলে খুব দ্রুত হাই ভোল্টেজের বিদ্যুৎ সেই এলাকায় ছড়িয়ে পড়ে।
advertisement
4/10
প্রাকৃতিক দুর্যোগ হলে তবেই ট্রান্সমিশন লাইন ভাঙা সম্ভব। সেই সময় একজন ব্যক্তি সেটির কাছে থাকলে কী হতে পারে? যদি হাই ভোল্টেজের ট্রান্সমিশন লাইন ভেঙে যায় এবং পড়ে যায়, তাহলে খুব দ্রুত হাই ভোল্টেজের বিদ্যুৎ সেই এলাকায় ছড়িয়ে পড়ে।
advertisement
5/10
যেখানে এই ট্রান্সমিশন লাইন পড়ে, তার চারদিকে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। যেমন, কন্ডাক্টরটি যদি ১ লাখ শক্তি ট্রান্সমিট করে, তাহলে যেখানে পড়েছিল তার একটু দূরত্বে ৮০,০০০ ভোল্ট হবে। একটু এগিয়ে গেলে ৬০,০০০ ভোল্ট হবে। এর সংস্পর্শে এসে একজনর ব্যক্তির মৃত্যুও হতে পারে।
advertisement
6/10
কন্ডাক্টর পড়ে গেলে সাধারণত তিনটি জিনিস ঘটতে পারে। প্রথমটি হল যে কন্ডাক্টরটি পড়েছে, সেটি অন্য কন্ডাক্টরের উপর পড়তে পারে। এটি সম্ভব কারণ একই সঙ্গে অনেক কন্ডাক্টর থাকে একই লাইনে। যদি এমন ঘটে থাকে তাহলে প্রযুক্তিগত ভাষায় একে লাইন টু লাইন ফল্ট বলা হয়।
advertisement
7/10
লাইন টু গ্রাউন্ড ফল্ট - দ্বিতীয়ত, এই কন্ডাক্টর যদি মাটিতে পড়ে, তাহলে একে 'লাইন টু গ্রাউন্ড ফল্ট' বলে। এছাড়া এই কন্ডাক্টর কোনও টাওয়ার স্পর্শ করলেও একে 'লাইন টু গ্রাউন্ড ফল্ট' বলে।
advertisement
8/10
যদি কন্ডাক্টর মাটিতে পড়ে থাকে, বা অন্য লাইনে পড়ে থাকে, তবে এটি বিদ্যুৎ সরবরাহ স্টেশন থেকে প্রচুর বিদ্যুৎ দাবি করে। অর্থাৎ কন্ডাক্টর থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে। এমন অবস্থায় কপারের ক্ষয় শুরু হবে এবং বৈদ্যুতিক যন্ত্রের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে।
advertisement
9/10
তার ভাঙার কারণে অবশ্য সার্কিট ব্রেক হয় না। কারণ ট্রান্সফরমার যেখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেটিকে ৩ ফেজে পাঠায় এবং নিউট্রাল তার গ্রাউন্ড করা হয়ে থাকে। অর্থাৎ এই তার ভেঙ মাটিতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেটি নিউট্রাল হয়ে যাবে এবং দ্রুত গতিতে বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু করবে।
advertisement
10/10
আমরা জানি যে যে, বিদ্যুৎপ্রবাহের জন্য একটি পথের প্রয়োজন হয়। যদি সেই পথ বন্ধ হয়ে যায়, তাহলে বিদ্যুৎপ্রবাহ বন্ধ হয়ে যাবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Transmission Line Failure: লক্ষ ভোল্টের ট্রান্সমিশন ফেটে গেলে কী হবে জানেন? প্রাণে বাঁচবেন তো! বিরাট আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল