TRENDING:

Webcam Hacking Issues: ল্যাপটপের ক্যামেরা সারা দিন চালু রাখেন? কেউ আপনার ওপর নজর রাখছে না তো? বুঝবেন যেভাবে

Last Updated:
Webcam Hacking Issues: বেশ কিছু বিষয় খেয়াল করলে সহজে বোঝা যায় ওয়েবক্যামে আপনাকে কেউ নজরদারি রাখছে কিনা
advertisement
1/6
ল্যাপটপের ক্যামেরা সারা দিন চালু রাখেন? কেউ আপনার ওপর নজর রাখছে না তো? বুঝবেন যেভাবে
দূর থেকে কাজ পরিচালনা কিংবা নজরদারির ক্ষেত্রে বর্তমান সময়ে ওয়েবক্যাম একটি অত্যন্ত প্রয়োজনীয় ইলেকট্রনিক গেজেট। তবে এটি যেমন প্রয়োজনীয় ঠিক বেশ কিছু ক্ষেত্রে তা আপনার বিপদের কারণ হতে পারে।
advertisement
2/6
উত্তম বর্তমান সময়ে কাজের যেমন সুবিধা করে দিয়েছে ঠিক তেমনি বেশ কিছু ক্ষেত্রে বিপদের কারণ হতে পারে। বেশ কিছু বিষয় খেয়াল করলে সহজে বোঝা যায় ওয়েবক্যামে আপনাকে কেউ নজরদারি রাখছে কিনা!
advertisement
3/6
অনেক ক্ষেত্রে ভিডিও কল কিংবা লাইভ স্ট্রিমিং এই ভিডিও গেম খেলার পর ল্যাপটপ বা কম্পিউটারের ক্যামেরা অন থাকলে ম্যালওয়ার বা কম্পিউটারে ভাইরাস ঢুকতে পারে। বিশেষ করে লাইভ স্ট্রিমিং ভিডিও খেলেন যারা, তাদের ক্ষেত্রে এই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
advertisement
4/6
কোন সময় যদি দেখেন কম্পিউটার ল্যাপটপ কাজ করছে না কিন্তু সে সময়ে ওয়েব ক্যামের আলো জ্বলছে কিংবা ক্যামেরা সক্রিয় আছে এমন ক্ষেত্রে আপনার কম্পিউটার বা ল্যাপটপের ওয়েবক্যাম অন্যের হাতে চলে যাওয়া সম্ভব না অনেক বেশি থাকে।
advertisement
5/6
কম্পিউটার প্রশিক্ষক জানান, কৌশিক মন্ডল জানান যদি দেখেন আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপে নিত্যনতুন ফাইল আসতে শুরু করেছে, কিংবা অনেক ক্ষেত্রে বিভিন্ন অ্যাপলিকেশন ডাউনলোডের জন্য অপশন আসছে, মাঝেমধ্যে নানা রকম সফট্‌ওয়্যার ইনস্টল করার জন্য ‘পপ আপ’ আসবে তবে সাবধান এমন ক্ষেত্রেও ওয়েবক্যাম অন্যের হাতে থাকা সম্ভব না থাকে।
advertisement
6/6
এমন ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে অফিসের কাজ অথবা ব্যক্তিগত কাজের পরে সব সময়ে ওয়েবক্যাম বন্ধ করে দিন। ভাল কোন অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখতে হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Webcam Hacking Issues: ল্যাপটপের ক্যামেরা সারা দিন চালু রাখেন? কেউ আপনার ওপর নজর রাখছে না তো? বুঝবেন যেভাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল