TRENDING:

Truecaller থেকে সাবধান, আপনার অজান্তেই খুলে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট !

Last Updated:
গ্রাহকের অনুমতি ছাড়াই ICICI ব্যাঙ্কে UPI অ্যাকাউন্টের জন্য রেজিস্ট্রেশন করে দিচ্ছে Truecaller
advertisement
1/4
Truecaller থেকে সাবধান, আপনার অজান্তেই খুলে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট !
Truecaller অ্যাপ কে নিয়ে সামনে এসেছে একটি বড় খবর। তথ্য অনুযায়ী, ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই Truecaller,ইউপিআই (UPI) বেসড পেমেন্ট সিস্টেম Truecaller Pay-র জন্য তাঁদের রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। এই নিয়ে ট্যুইটারে অনেকে অভিযোগ করেছে।
advertisement
2/4
অভিযোগের পর কোম্পানি লেটেস্ট আপডেটে ভুল থাকার কথা স্বীকার করেছে। এটা আপডেটের একটা বুল থেকে হয়েছে। আরও বেশি গ্রাহক যেন এই সমস্যায় না পড়েন তাই ইতিমধ্যেই এই আপডেট পাঠানো বন্ধ করা হয়েছে। এই আপডেট পাঠানোর জন্য আমরা দুঃখিত। ইতিমধ্যেই এই সমস্যার সমাধানে ব্যবস্থা নিয়েছি আমরা, জানিয়েছে Truecaller। এটাও জানিয়েছে যে, গ্রাহক চাইলে নিজে থেকে ইউপিআই সার্ভিস থেকে ডিরেজিস্টার করে নিতে পারবেন।
advertisement
3/4
24 জুলাই এই আপডেট পাঠানো শুরু হয়েছিল। ইতিমধ্যেই Google Play Store থেকে এই আপডেট পাঠানো বন্ধ করেছে কোম্পানি।
advertisement
4/4
অবাক হওয়ার বিষয় হল এটা যে যাদের ICICI ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তাঁরা এসএমএস পেয়েছে। পাশাপাশি ওরাও এসএমএস পেয়েছে যাদের এই ব্যাঙ্কে আকাউন্ট নেই। যাদের আকাউন্ত আছে তাঁদের এই UPI প্রসেস শুরু হয়েছে গিয়েছে। আর যারা আকাউন্ট হোল্ডার নয় তাঁদের এই প্রক্রিয়া শুরু হয় নি।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Truecaller থেকে সাবধান, আপনার অজান্তেই খুলে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল