কথোপকথনের মাঝে সঠিক ইমোজি খুঁজতে অসুবিধা হয়? সাহায্য করবে খোদ WhatsApp-ই, দেখে নিন কী করতে হবে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
কথোপকথন চলাকালীন যদি মনের মতো বা বলা ভাল জুতসই ইমোজি খুঁজে পেতে অসুবিধা হয়, কী করণীয়?
advertisement
1/7

ইমোজি যে কীভাবে আমাদের প্রাত্যহিক জীবনধারার অঙ্গ হয়ে উঠেছে, তা কল্পনা করতে গেলেও অবাক হতে হয়। অনেকেই আছেন, যাঁরা চ্যাট করার সময়ে কোনও বাক্য বা শব্দ লিখে পাশে সব সময়ে একটা ইমোজি দিতে পছন্দ করে থাকেন। উদ্দেশ্য একটাই- তাঁর কথার সঠিক ভাব যাতে অপর পক্ষের ব্যক্তি বুঝতে পারেন।
advertisement
2/7
অনেক সময়ে আবার, শুধু ইমোজি দিয়েই নিজেদের মনের ভাব প্রকাশ করে থাকি আমরা চ্যাটের মধ্যে, ন্যূনতম একটা শব্দও লেখার প্রয়োজন হয় না। ভাব প্রকাশ করতে এবং মনে কী আছে আদতে তা লুকিয়ে রাখতে, দুই ভাবেই ইমোজি কাজে আসে। এবার, কথোপকথন চলাকালীন যদি মনের মতো বা বলা ভাল জুতসই ইমোজি খুঁজে পেতে অসুবিধা হয়, কী করণীয়?
advertisement
3/7
অসুবিধা, সত্যি বলতে কী, হতেই পারে। কেন না, ইমোজির ভাঁড়ার বেশ বিস্তৃত, কোথায় তার কোনটা লুকিয়ে, সেটা সব সময়ে মাথায় রাখা সম্ভব নয়। তা বলে তার ব্যবহার তো আর দরকারে বন্ধ থাকতে পারে না। এক্ষেত্রে ইউজারের কাজে দেবে WhatsApp-এর ইমোজি সার্চ ফিচার। দেখে নেওয়া যাক এই ফিচারের ফায়দা তুলতে গেলে ঠিক কী করতে হবে।
advertisement
4/7
নাম থেকেই এটা সাফ বোঝা যাচ্ছে যে এই ফিচার আমাদের ইমোজি খুঁজে দিতে সাহায্য করবে। এর জন্য সবার প্রথমে ফোনে WhatsApp ইনস্টল করতে হবে। যাঁদের ইনস্টল করাই আছে, তাঁদের শেষ আপডেট ডাউনলোড করে নেওয়া উচিত, তাহলে সব ইমোজি এবং তার সার্চ ফিচারের সুবিধা সুলভ হবে।
advertisement
5/7
পরের ধাপে ট্যাপ করতে হবে ইমোজি আইকনে, ফোন যদি অ্যান্ড্রয়েড হয়। আইফোন হলে চ্যাটের উপরের সার্চ বারে সরাসরি যেতে হবে। অ্যান্ড্রয়েডে ইমোজি আইকনে ক্লিক করে ইমোজি লিস্ট খুলবে, সেই সঙ্গে তার ঠিক উপরে দেখা যাবে সার্চ বার।
advertisement
6/7
এবার, সেখানে গিয়ে ইংরেজিতে Eat, Sleep, Love, Love, Cry এমন বেসিক শব্দগুলো টাইপ করতে হবে। তাহলেই WhatsApp তার ভাঁড়ারে সেই সংক্রান্ত যা যা ইমোজি আছে, সব দেখিয়ে দেবে।
advertisement
7/7
আর কী, যেটা পছন্দ, সেটা ট্যাপ করলে চলে আসে টাইপ ফিডে। তার পর এন্টার মারলেই বা একেবারে ডান দিকের ধারের তিরের মতো আইকনটা ট্যাপ করলেই ইমোজি চলে যাবে অপর পক্ষের কাছে।