TRENDING:

Google Search: ২০২৪-এ কী কী বিষয়ে সবচেয়ে বেশি সার্চ করেছেন ইউজাররা, ‘টপ ১০’ তালিকা প্রকাশ করল গুগল

Last Updated:
Google Search: চলতি বছর ভারতের ১০টি ট্রেন্ডিং সার্চের তালিকা প্রকাশ করেছে গুগল। দেখা যাচ্ছে, রাজনীতি, নির্বাচন এবং খেলা নিয়েই সাধারণ মানুষের আগ্রহ বেশি। বিজেপি, আইপিএল, কংগ্রেস, অলিম্পিক্স ২০২৪, নির্বাচন ইত্যাদিই তালিকায় জায়গা করে নিয়েছে।
advertisement
1/7
২০২৪-এ কী কী বিষয়ে সবচেয়ে বেশি সার্চ হয়েছে, ‘টপ ১০’ তালিকা প্রকাশ করল গুগল
মনে কত প্রশ্ন। কিন্তু কে উত্তর দেবে? কেন, গুগল আছে তো। চোখের সামনে হাজার উত্তর চলে আসবে। মুহূর্তের মধ্যে। সব সমস্যার সমাধান হাতের মুঠোয়। যেন ডিজিটাল সিধু জ্যাঠা। তা ২০২৪ সালে গুগলে কী কী বিষয়ে সবচেয়ে বেশি সার্চ করেছে সাধারণ মানুষ? জানাল টেক জায়ান্ট সংস্থা।
advertisement
2/7
চলতি বছর ভারতের ১০টি ট্রেন্ডিং সার্চের তালিকা প্রকাশ করেছে গুগল। দেখা যাচ্ছে, রাজনীতি, নির্বাচন এবং খেলা নিয়েই সাধারণ মানুষের আগ্রহ বেশি। বিজেপি, আইপিএল, কংগ্রেস, অলিম্পিক্স ২০২৪, নির্বাচন ইত্যাদিই তালিকায় জায়গা করে নিয়েছে।
advertisement
3/7
২০২৪ সালে সবচেয়ে বেশি সার্চ হয়েছে যে ১০টি বিষয়ে: ২০২৪ সালে যে ১০টি বিষয় নিয়ে সাধারণ মানুষ সবচেয়ে বেশি সার্চ করেছেন, তার মধ্যে প্রথমেই রয়েছে ‘আইপিএল’। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘টি২০ বিশ্বকাপ’। তৃতীয় স্থানে ‘বিজেপি’।
advertisement
4/7
চতুর্থ স্থানে রয়েছে ‘২০২৪ সালের নির্বাচনী ফলাফল’। ‘অলিম্পিক্স ২০২৪’ রয়েছে পঞ্চম স্থানে। এরপর সাধারণ মানুষের আগ্রহ ছিল তাপমাত্রা বৃদ্ধি নিয়ে। ‘এক্সেসিভ হিট’ রয়েছে ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে রয়েছে ‘রতন টাটা’কে নিয়ে সার্চ। অষ্টম স্থানে ‘কংগ্রেস’। নবম স্থানে ‘প্রো কবাডি লিগ’। এবং দশম স্থানে রয়েছে ‘ইন্ডিয়ান সুপার লিগ’।
advertisement
5/7
আইপিএল, অলিম্পিক্স এবং টি২০ বিশ্বকাপ যে ট্রেন্ডিং সার্চের তালিকায় থাকবে সেটাই স্বাভাবিক। তবে প্রো কাবাডি লিগ, ইন্ডিয়ান সুপার লিগ, উইমেন্স প্রিমিয়ার লিগ, দলীপ ট্রফির মতো ঘরোয়া টুর্নামেন্ট নিয়েও আগ্রহ রয়েছে। এই সব বিষয়েও সার্চ করেছেন বহু ইউজার। এছাড়া কোপা আমেরিকা, ইউইএফএ ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ নিয়েও ভারতে সার্চ হয়েছে প্রচুর।
advertisement
6/7
এই বছরই লোকসভা নির্বাচন হয়। একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনও চলছে। ফলে সার্চে বড় জায়গা জুড়ে রয়েছে ‘ইলেকশন ২০২৪’, ‘বিজেপি’, ‘কংগ্রেস’। এ বছর যে সব ব্যক্তি মানুষকে সবচেয়ে বেশি সার্চ হয়েছে, তাতেও রাজনীতিবিদরাই এগিয়ে। যেমন সদ্য রাজনীতিতে যোগ দেওয়া ভিনেশ ফোগট, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান এবং অন্ধ্র প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ।
advertisement
7/7
গুগল জানিয়েছে, এ বছর সার্চের জন্য অনেকেই গুগল লেন্স এবং সার্কল টু সার্চ-এর মতো টুল ব্যবহার করেছেন। বিশেষ করে অনুবাদ এবং কেনাকাটার সময়। ভিজ্যুয়াল সার্চের সময় অনেকেই ‘হাউ টু ইউজ’ বাক্য জুড়ে দিয়েছেন। প্রসঙ্গত, এআই সাপোর্টেড ‘সার্কল টু সার্চ’ ফিচার চালু হয় স্যামসাং গ্যালাক্সি এস২৪ এবং পিক্সেল ৮ সিরিজে। এখন অনেক মিড রেঞ্জের ফোনেও এই ফিচার থাকছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Google Search: ২০২৪-এ কী কী বিষয়ে সবচেয়ে বেশি সার্চ করেছেন ইউজাররা, ‘টপ ১০’ তালিকা প্রকাশ করল গুগল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল