Facebook Data Leak : সাবধান! আপনার ফেসবুক ডেটা লিক হয়ে যায়নি তো? কীভাবে তা জানতে পারবেন? দেখে নিন উপায়
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Facebook Data Leak : অজানা কোনও নম্বর থেকে বা মেলে আসা কোনও লিঙ্কে ক্লিক করা উচিত নয়। এর ফলে নিজেদের ডিভাইসে থাকা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে।
advertisement
1/10

৫০০ মিলিয়নেরও বেশি ফেসবুক ইউজারদের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবের একটি হ্যাকার ফোরামে প্রকাশিত হয়েছিল। ফেসবুকের ‘Add Friend” অপশনের দুর্বলতা কাজে লাগানোর পরে এই ডেটা ২০১৯ সালে চুরি করা হয়েছিল।
advertisement
2/10
ফেসবুকের সেই দুর্বলতা এখন ঠিক করা হলেও ফেসবুকের ডেটা চুরির ঘটনা আবার সামনে এসেছে। ৩ এপ্রিল ডার্ক ওয়েবে আবার কিছু ডেটা প্রকাশিত হয়েছে। এর ফলে দেখা যাচ্ছে যে ফেসবুকের ইউজারদের ডেটা আবার চুরি হয়েছে।
advertisement
3/10
ডার্ক ওয়েব থেকে সেই ডেটা মাত্র ২.১৯ ডলারে কেনা যাবে। চুরি হওয়া ফেসবুক ডেটাতে ইউজারদের যে কোনও তথ্য থাকতে পারে। যেমন, নাম, লোকেশন, মোবাইল নম্বর, ই-মেল অ্যাড্রেস, জন্মের তারিখ, পেশা।
advertisement
4/10
ইউজারদের ফেসবুকের ডেটা চুরি হয়েছে কি না, তা বোঝার উপায়- নিজেদের ফেসবুক ডেটা চুরি হয়েছে কি না তা জানতে ফেসবুক ইউজারদের প্রথমেই Have I Been Pwned নামের এই সার্চ ইঞ্জিন ডাউনলোড করতে হবে।
advertisement
5/10
এরপর যা করতে হবে- Have I Been Pwned ওয়েবসাইট ডাউনলোড করতে হবে। নিজেদের ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা ই-মেলের অ্যাড্রেস সার্চ করতে হবে। সার্চের ফলাফলগুলি নিজেদের ই-মেল অ্যাড্রেসের সঙ্গে লিঙ্ক করা সমস্ত অ্যাকাউন্ট এবং চুরি হওয়া নির্দিষ্ট ডেটা তালিকাভুক্ত করবে।
advertisement
6/10
নিজেদের ফেসবুক ডেটা চুরি হলে কী করা উচিত? কারও যদি ডেটা চুরি হয়ে থাকে তাহলে প্রথমেই নিজেদের ই-মেলের সঙ্গে যুক্ত সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। বিশেষ করে যদি সেই পাসওয়ার্ড অপরিবর্তিত থাকে।
advertisement
7/10
এই ক্ষেত্রে মনে রাখা উচিত যে নিজেদের ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখতে, প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা উচিত এবং টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা উচিত।
advertisement
8/10
এছাড়াও মনে রাখা প্রয়োজন যে, অজানা কোনও নম্বর থেকে বা মেলে আসা কোনও লিঙ্কে ক্লিক করা উচিত নয়। এর ফলে নিজেদের ডিভাইসে থাকা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে।
advertisement
9/10
যদি কোনও ব্যক্তির নামের সঙ্গে কোনও ডোমেন বা ই-মেলের নামের মিল থাকে, তাহলেই সেটি সুরক্ষিত নয়।
advertisement
10/10
কারণ হ্যাকাররা এই ধরনের ফেক মেল আইডি থেকে ক্ষতিকর লিঙ্ক সেন্ড করে থাকে। তাই ফেসবুক সহ নিজেদের বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করার সময় আরও বেশি করে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।