ঝড়-জলের মরশুম! প্রবল বৃষ্টি থেকে মোবাইল সুরক্ষিত রাখবেন কি করে? রইল টিপস
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Tips and Tricks: আসলে এই সময় বৃষ্টির জল লেগে কিংবা বৃষ্টির জল ঢুকে নষ্ট হয়ে যেতে পারে স্মার্টফোনটি। ফোন ভিজলে কী করণীয়?
advertisement
1/10

আজকালকার দুনিয়ায় প্রায় প্রত্যেকের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে স্মার্টফোন। এর মধ্যেই থাকে ব্যবহারকারীদের যাবতীয় ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ তথ্য। এমনকী আর্থিক লেনদেনও চলে স্মার্টফোনের মাধ্যমে। তাই যে কোনও সম্ভাব্য ক্ষতির হাত থেকে নিজের মুঠোফোনটিকে বাঁচানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বর্ষার মরশুম কিন্তু ফোনের জন্য বিপদ ডেকে আনতে পারে।
advertisement
2/10
আসলে এই সময় বৃষ্টির জল লেগে কিংবা বৃষ্টির জল ঢুকে নষ্ট হয়ে যেতে পারে স্মার্টফোনটি। যদিও কিছু সহজ প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে নিজের স্মার্টফোনটিকে রক্ষা করা সম্ভব। তাহলে এই মরশুমে নিজের সাধের ফোনটিকে কীভাবে সুরক্ষিত রাখা যায়, সেটা জেনে নেওয়া যাক। আর বৃষ্টির জল ফোনে লেগে গেলেই বা কী করণীয়, সেটাও আলোচনা করে নেওয়া যাক।
advertisement
3/10
ওয়াটারপ্রুফ ফোন কেস ব্যবহার: বৃষ্টির জলের হাত থেকে নিজের ডিভাইসটিকে বাঁচানোর জন্য একটি ওয়াটারপ্রুফ ফোন কেস কেনা যেতেই পারে। ভিজে যাওয়ার হাত থেকে কিংবা জলের ঝাপটা লাগার হাত থেকে রক্ষা করতে সহায়ক এই ধরনের কেস। তবে নিজের ফোনের মডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চমানের ওয়াটারপ্রুফ ফোন কেস ব্যবহার করতে হবে।
advertisement
4/10
Ziplock Bag-এর ব্যবহার: যদি ওয়াটারপ্রুফ ফোন কেস না থাকে, তাহলে এর আরও একটি সস্তার বিকল্প রয়েছে। আর সেটা হল Ziplock Bag। বৃষ্টির জলের হাত থেকে ফোনকে বাঁচানোর জন্য Ziplock Bag-এ ফোন রেখে তা সিল করে দিতে হবে। এতে বৃষ্টির ফোঁটা ফোনে লাগবে না। যদিও ওয়াটারপ্রুফ কেসের মতো সুরক্ষা হয়তো এটা প্রদান করতে পারে না, তা-ও কোনও রকমে কাজ চালিয়ে নেওয়া যাবে Ziplock Bag দিয়ে।
advertisement
5/10
সরাসরি বৃষ্টির জল যাতে না লাগে: সম্ভব হলে ভারি বৃষ্টি চলাকালীন নিজের ফোন ব্যবহার করা চলবে না। কারণে বৃষ্টির ফোঁটা ফোনে লাগলেই ফোনের ভিতর বা সংবেদনশালী অংশে জল ঢুকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই বৃষ্টি চলাকালীন যদি ফোন ব্যবহার করতেই হয়, তাহলে ছাতার তলায় দাঁড়িয়ে ফোন ব্যবহার করা আবশ্যক।
advertisement
6/10
ভিজে হাতে ফোন ব্যবহার নয়: হাত শুকনো আছে কি না, সেটা দেখে নিয়ে তবেই ফোন ব্যবহার করতে হবে। ভিজে হাতে ফোন ধরলে তা পিছলে জলের মধ্যে পড়ে যেতে পারে। তাই টাওয়েল দিয়ে হাত মুছে তবেই ফোন ধরা উচিত।
advertisement
7/10
ওয়াটারপ্রুফ পাউচ রাখতে হবে: ইলেকট্রনিক ডিভাইসের জন্য বিশেষ ভাবে ডিজাইন করার ওয়াটারপ্রুফ পাউচ অথবা ব্যাগ সঙ্গে রাখার কথা বিবেচনা করতে হবে। এটি অতিরিক্ত সুরক্ষা প্রদান করে।
advertisement
8/10
ফোন ভিজলে কী করণীয়? ১. বৃষ্টির জলে ফোন ভিজলে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ২. সঙ্গে সঙ্গে ফোন স্যুইচ অফ করতে হবে। নাহলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে।
advertisement
9/10
৩. প্রোটেক্টিভ কেস, কভারের মতো এক্সটার্নাল অ্যাকসেসরি এবং সিম কার্ড খুলে নিতে হবে। ৪. ফোন থেকে অতিরিক্ত জল মুছে ফেলতে হবে।
advertisement
10/10
৫. তবে ফোন শুকনো করার জন্য হেয়ারড্রায়ার, ওভেন অথবা মাইক্রোওয়েভ কিন্তু ব্যবহার করা চলবে না। ৬. ফোন ভিজে গেলে চালের পাত্র অথবা সিলিকা জেলের প্যাকেটের মধ্যে ফোন রাখতে হবে। কারণ এগুলি আর্দ্রতা শুষে নিতে সহায়ক। ৭. তাতেও সমস্যা ঠিক না হলে কিন্তু পেশাদার বিশেষজ্ঞদের কাছে ফোন নিয়ে যেতে হবে।