একটা মেসেজ করতে গিয়ে হাজারটা বানান ভুল! জেনে নিন শুধরে নেওয়ার সহজ কৌশল
- Published by:Ankita Tripathi
- Written by:Trending Desk
Last Updated:
মেসেজ করার সময় অনেকেরই ভুল হয়ে যায়, মূলত বানানগত ভুল। একে টাইপো বলে। অনেক সময়ই এটি বিব্রত করে আমাদের।
advertisement
1/10

দুনিয়াটা এখন গ্যাজেটের হাতে বন্দি। তা সে স্মার্টফোনই হোক, বা ল্যাপটপ, ট্যাবলেট—হাতে না থাকলে কাজ এগনোই মুশকিল।
advertisement
2/10
এখন একাধিক মেসেজিং অ্যাপ রয়েছে, যার মাধ্যমে যেকোনও সময় দীর্ঘ বার্তা পাঠানো যায়। মেসেজে কথা বলাই এখন সাধারণ রীতি। কল করে দু’মিনিট কথা বলার সময় নেই।
advertisement
3/10
কিন্তু মেসেজ করার সময় অনেকেরই ভুল হয়ে যায়, মূলত বানানগত ভুল। একে টাইপো বলে। অনেক সময়ই এটি বিব্রত করে আমাদের। কিন্তু প্রযুক্তি কী না পারে! তাই এই সমস্যা থেকে বাঁচার উপায়ও রয়েছে।
advertisement
4/10
এই সমস্যা থেকে বাঁচার জন্য ‘সোয়াইপ কি-বোর্ড’ খুবই ভাল। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল Google-এর Gboard। এছাড়া রয়েছে, Microsoft-এর Swiftkey কি-বোর্ড।
advertisement
5/10
এখন বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনেই Google Gboard-থাকে। কিছু কিছু ক্ষেত্রে একে ডিফল্ট করে নিতে হয়। যাঁদের ফোনে এই কি-বোর্ড দু’টি আগে থেকেই নেই, তাঁরা ডাউনলোড করে নিতে পারেন।
advertisement
6/10
সোয়াইপ কি-বোর্ড কী? সোয়াইপ কি-বোর্ড খুব সহজে ব্যবহার করা যায়। এতে দ্রুত এবং প্রায় নির্ভুল টাইপ করা সম্ভব৷ এমনকী এই কি-বোর্ডগুলি শব্দ চয়নের জন্য আগে থেকে কিছু পরামর্শও দেয়। যা আরও দ্রুত টাইপ করতে সাহায্য করে।
advertisement
7/10
আরেকটি সুবিধা হল এখানে কিছু লেখার সময় স্পেসবার ট্যাপ করার দরকার হয় না। প্রস্তাবিত শব্দগুলি যথেষ্ট সঠিক, যাতে দ্রুত বাক্য তৈরি করা যায়। এতে নানা আঞ্চলিক ভাষার অপশনও থাকে।
advertisement
8/10
অনেক সময়ই কোনও বাক্যাংশ ব্যবহার করলে, Gboard সেগুলি অভিধানে যোগ করে নিতে দেয়। ধরা যাক কোনও ব্যবহারকারী শর্টকাট হিসাবে 'asap'-সহ একটি বাক্যাংশ হিসাবে লিখলেন, সেখানে 'যত তাড়াতাড়ি সম্ভব' হিসেবে তা যোগ করে নিতে পারেন। পরের বার তিনি এই শব্দগুচ্ছ যতবার টাইপ করতে চাইবেন, শুধু 'Soon' টাইপ করলেই তা পাবেন।
advertisement
9/10
Swiftkey-র তুলনায় Gboard-এর সুবিধা— Gboard উন্নততর কি-বোর্ড বলেই মনে করেন বেশির ভাগ ব্যবহারকারী। এর ডিলিট কি-তে বাম দিকে সোয়াইপ করলে সম্পূর্ণ শব্দ মুছে ফেলা যেতে পারে।
advertisement
10/10
এছাড়া এতে রয়েছে ওয়ান হ্যান্ডেড মোড। এই ফিচার সমস্ত ‘কি’-কে উভয় পাশে সংকুচিত করে ফেলে, যাতে ব্যবহারকারী শুধুমাত্র একটি আঙুল ব্যবহার করে পুরো কি-বোর্ডের কাজ করতে পারেন। ভয়েস টাইপিং ফিচারও রয়েছে এতে। এটি টাইপিংয়ের ত্রুটির ঝুঁকিও হ্রাস করে।