TRENDING:

Best Old Flagship Phones: বাজেটে ফ্ল্যাগশিপ ফোন চাই? ২০২৪-এও কিনতে পারেন পুরনো জেনারেশনের এই ৫ স্মার্টফোন

Last Updated:
Best Old Flagship Phones: লেটেস্ট ভার্সনের প্রায় সমস্ত ফিচারই এতে থাকে, দামও কিছুটা সস্তা হয়। তাছাড়া সফটওয়্যার আপডেট করে নিলেই পুরনো জেনারেশনের ফ্ল্যাগশিপ ফোনে নতুন জেনারেশনের ফিচার চলে আসবে।
advertisement
1/7
বাজেটে ফ্ল্যাগশিপ ফোন চাই? ২০২৪-এও কিনতে পারেন পুরনো জেনারেশনের এই ৫ স্মার্টফোন
ফ্ল্যাগশিপ স্মার্টফোন কে না চায়! অত্যাধুনিক ফিচার, ডিজাইনার লুক। সঙ্গে অনন্য অভিজ্ঞতা। তবে ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে মোটা টাকা দরকার। সবসময় তো আর পকেটে রেস্ত থাকে না। তাহলে উপায়?
advertisement
2/7
ঠিক এই মুহূর্তে ‘এন্ট্রি’ নেয় পুরনো ফ্ল্যাগশিপ ফোন। লেটেস্ট ভার্সনের প্রায় সমস্ত ফিচারই এতে থাকে, দামও কিছুটা সস্তা হয়। তাছাড়া সফটওয়্যার আপডেট করে নিলেই পুরনো জেনারেশনের ফ্ল্যাগশিপ ফোনে নতুন জেনারেশনের ফিচার চলে আসবে। পুরনো জেনারেশনের যে ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ২০২৪ সালে দাঁড়িয়েও কেনা যায়, তার তালিকা রইল এখানে।
advertisement
3/7
Samsung Galaxy S23 Ultra: স্যামসংয়ের Galaxy S23 Ultra পুরনো জেনারেশনের সেরা ফ্লতাগশিপ স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম। ২০২৪ সালে দাঁড়িয়েও অনায়াসে কেনা যায়। বিশেষ করে OneUI 6.1 আপডেটের পরে। 12 জিবি র‍্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ-সহ অনলাইন এবং অফলাইনে ১ লাখ বা তার কমে পাওয়া যাচ্ছে।
advertisement
4/7
Apple iPhone 14 Plus: আইফোন ১৪ প্লাস ২০২৪-এও কেনা যায়। চওড়া স্ক্রিন। ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ-সহ বেস ভেরিয়েন্টের দাম পড়ছে ৬৮,৯৯৯ টাকা। ডায়নামিক আইল্যান্ড, ইউএসবি-সি পোর্ট এবং ৪৮ মেগা পিক্সলের ক্যামেরা ছাড়া বাদবাকি অনেকটা আইফোন ১৫-এর মতোই। দামও প্রায় ১৫ হাজার কম।
advertisement
5/7
Google Pixel 7 Pro: গুগলের সেরা ফিচার খুঁজলে Pixel 7 Pro আদর্শ। এতে রয়েছে পয়েন্ট-অ্যান্ড-শ্যুট ক্যামেরা। বর্তমানে ৬৭,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন পাওয়া স্মার্টফোনগুলির মধ্যে রয়েছে Pixel 7 Pro। এতে গুগল প্রিমিয়াম বিল্ডও দিয়েছে।
advertisement
6/7
OnePlus 11: লঞ্চের সময়ই বলা হয়েছিল, OnePlus 11 স্মার্টফোন কিনলে টাকা জলে যাবে না। বর্তমানে দাম আরও কমেছে। এখন পাওয়া যাচ্ছে ৪৯,৯৯৯ টাকায়। এতে রয়েছে হাসেলব্লাড-টিউনড ক্যামেরা সেটআপ। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। Snapdragon 8 Gen 2 SoC দ্বারা চালিত। এতে প্রিমিয়াম গ্লাস-মেটা স্যান্ডউইচ বিল্ড রয়েছে।
advertisement
7/7
Nothing Phone (2): Nothing Phone (2)-কে ফ্ল্যাগশিপ ফোন বলা যায় না, তবে কোম্পানির জন্য এটা ফ্ল্যাগশিপ বটেই। Snapdragon 8+ Gen 1 SoC চালিত Nothing Phone (2) ভেরিয়েন্ট ৩৭,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এর ডিজাইন বাজারের অন্যান্য স্মার্টফোনের তুলনায় সবচেয়ে স্মার্ট।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Best Old Flagship Phones: বাজেটে ফ্ল্যাগশিপ ফোন চাই? ২০২৪-এও কিনতে পারেন পুরনো জেনারেশনের এই ৫ স্মার্টফোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল